TRENDING:

India Pakistan Ceasefire: কাশ্মীরে নজর ঘুরিয়ে পঞ্জাব নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল পাকিস্তানের? সংঘর্ষবিরতি হতেই যা পাওয়া গেল চাষজমিতে, আঁতকে উঠছেন সকলে

Last Updated:
India Pakistan Ceasefire: ঘটা করে ভারত-পাক সংঘর্ষবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷
advertisement
1/7
পঞ্জাব নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল পাকিস্তানের? সংঘর্ষবিরতি হতেই যা পাওয়া গেল চাষজমিতে...
ভারত-পাক সংঘর্ষবিরতির মধ্যেই পঞ্চাবের অমৃতসর সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা। সংঘর্ষবিরতি ঘোষণার পরপরই অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। মিলেছে আড়াই কেজির উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক।
advertisement
2/7
শুধু তাই নয়, উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, পিস্তল, ম্যাগাজিন, ডিটোনেটর। সীমান্তের ওপার থেকে ড্রোনে করে নিয়ে এসে ফেলা হতে পারে বলে সন্দেহ। তবে, সীমান্তে উত্তেজনার মধ্যেই বড়সড় নাশকতার ছক বানচাল দিয়েছে বিএসএফ। BSF ও পঞ্জাব পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র।
advertisement
3/7
ঘটা করে ভারত-পাক সংঘর্ষবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ ওঠে৷
advertisement
4/7
বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও৷ শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর৷
advertisement
5/7
শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও৷ তিনি দাবি করেছেন, শ্রীনগরে ভারতের এয়ার ডিফেন্স ইউনিটও কার্যকর হয়েছে৷ রাজৌরি, আখুনর, পুঞ্চেও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে বলে খবর৷
advertisement
6/7
রাজস্থানের পোখরান, গুজরাতের কচ্ছেও এলাকার আকাশেও পাক ড্রোন দেখা গিয়েছে বলে খবর৷ যদিও তা স্বীকার করেনি পাকিস্তান। যদিও পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
7/7
এরই মধ্যে পঞ্জাবের অমৃতসর থেকে যা মিলল, তাতে ফের কোনও হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সীমান্তে সদাসতর্ক রয়েছেন ভারতের সেনা-জওয়ানরা।
বাংলা খবর/ছবি/দেশ/
India Pakistan Ceasefire: কাশ্মীরে নজর ঘুরিয়ে পঞ্জাব নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল পাকিস্তানের? সংঘর্ষবিরতি হতেই যা পাওয়া গেল চাষজমিতে, আঁতকে উঠছেন সকলে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল