Weather Update|Rain Alert: আগামী ২ দিন কড়া ঠান্ডা! বৃষ্টিতে বাড়বে সমস্যা, চূড়ান্ত সতর্কতা মৌসম ভবনের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
India Weather Update|West Bengal Weather Update|Rain Alert|Haryana Weather Update|Uttar Pradesh Weather Update|Jammu-Kashmir Weather Update|Easter India Weather Update: কড়া ঠান্ডা হাওয়া বয়ে যাবে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে
advertisement
1/9

উত্তর-পশ্চিম (North-West), মধ্য (Central India), পূর্ব ভারত (Eastern India) ও উত্তর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেশ কিছু এলাকায় আগামী ২ তিনদিন বইবে শৈত্যপ্রবাহ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
আবহাওা দফতরের (IMD) পক্ষ থেকে (India Meteorological Department) আশঙ্কা করা হচ্ছে যে এরই সঙ্গে বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
মৌসম ভবনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir), লাদাখ (Ladakh), গিলগিত-বাল্টিস্তান-মুজফ্ফর (Gilgit-Baltistan-Muzaffarabad) হালকা বৃষ্টিপাত (Rainfall) ও তুষারপাত (Snowfall) হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এক অন পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে পশ্চিমী এলাকায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে প্রবল তুষারপাতের সতর্কতা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এছাড়াও ২ থেকে ৪ ফেব্রুয়ারি হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ মৌসম ভবনের সতর্কতা অনুযায়ী আগামী ২-৩ দিন পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), চণ্ডীগড় (Chandigarh), রাজস্থান (Rajasthan), পশ্চিম-উত্তরপ্রদেশ (Western UP), বিদর্ভ (Bidarbh), বিহার (Bihar), ছত্তীসগড়ের (Chattishgarh) আলাদা আলাদা অংশে ৩০ জানুয়ারি (January 30, 2022) থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত শৈত্যপ্রবাহ (Cold Wave) চলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
একই সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও বিদর্ভে আগামী ২৪ ঘণ্টায় ঠান্ডায় কাঁপাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ে কড়া শীতের আশঙ্কা করা হচ্ছে ৷ একই সঙ্গে আগামী ৩ দিন পূর্ব ভারতেও তাপমাত্রার পারা পতন পতন হবে ৷ ন্যূনতম তাপমাত্রার কোনও পরিবর্তন হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
এরপর থেকে আস্তে আস্তে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকবে ৷ আগামী ২-৩ দিন পূর্ভ ভারতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
ফলত কড়া ঠান্ডার ফলে বাতাস আরও শুষ্ক হবে, বাতাসের আপেক্ষিক আদ্রতা আরও কমবে ৷ প্রতীকী ছবি ৷