IMD Weather Update: বঙ্গোপসাগরে 'নতুন' অশনি..! চার-চারটি ঘূর্ণাবর্ত...! ১৩ রাজ্যে বৃষ্টি-দুর্যোগ সতর্কতা, ইয়েলো অ্যালার্ট! পুজোয় কী হবে? জানিয়ে দিল আইএমডি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Weather Update: পুজোর মুখে এখনও বঙ্গে বৃষ্টি অব্যাহত। বিক্ষিপ্ত ঝড়-জলের মধ্যেই সিঁদুরে মেঘ বাংলার মনে। আবহাওয়ার পূর্বাভাস কী বলছে? জানুন আইএমডি-র দেওয়া লেটেস্ট আপডেট। জেনে নেওয়া যাক গোটা দেশের ওয়েদারের আপডেট।
advertisement
1/17

ভারতের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলি থেকে বর্ষা প্রায় বিদায় নিয়েছে। ৬ থেকে ১৫ অক্টোবরের মধ্যে, পশ্চিম উত্তর প্রদেশ এবং দেশের সমস্ত অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা।
advertisement
2/17
এদিকে পুজোর মুখে এখনও বঙ্গে বৃষ্টি অব্যাহত। বিক্ষিপ্ত ঝড়-জলের মধ্যেই সিঁদুরে মেঘ বাংলার মনে। আবহাওয়ার পূর্বাভাস কী বলছে? জানুন আইএমডি-র দেওয়া লেটেস্ট আপডেট। জেনে নেওয়া যাক গোটা দেশের ওয়েদারের আপডেট।
advertisement
3/17
ভারতীয় আবহাওয়া সংস্থা আইএমডি জানিয়েছে, শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ২৪০ মিমি রেকর্ড করা হয়েছে মেঘালয়ের মৌসিনরামে। দক্ষিণ কর্ণাটকে ১৭০ মিমি এবং তামিলনাড়ুতে ১৩০ মিমি বৃষ্টি হয়েছে।
advertisement
4/17
বস্তুত রাজধানী দিল্লি ও আশেপাশের অঞ্চল থেকে বিদায় জানিয়েছে বর্ষা। বর্ষায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এসব এলাকায়। একই সঙ্গে বর্ষা শেষে অক্টোবরে নতুন মোচড় দিয়েছে ক্রমশ দ্রুত তাপমাত্রার বৃদ্ধি।
advertisement
5/17
রাজ্যে রাজ্যে গরমে মানুষের নাজেহাল অবস্থা। আবহাওয়া দফতরের মতে, বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারতের আবহাওয়ার অবস্থা কিছুটা বদলেছে।
advertisement
6/17
অন্ধ্র প্রদেশ উপকূলে, বাংলাদেশের পূর্ব উপকূল, অরুণাচল প্রদেশ-অসম সীমান্ত এবং উত্তর-পশ্চিম ভারত সীমান্তে একযোগে চারটি ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হচ্ছে। যে কারণে এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/17
আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার উত্তর-পূর্ব ভারত, তামিলনাড়ু, কেরল এবং অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে বৃষ্টি কমবে।
advertisement
8/17
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কর্ণাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অংশ, তামিলনাড়ু, কেরল এবং উত্তর-পূর্ব ভারতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে।
advertisement
9/17
সাধারণত দেশের এই এলাকাগুলিতেই বর্ষার শেষ বৃষ্টির স্পেল চলে। বিশেষ করে তামিলনাড়ু, অসম এবং কেরলের কিছু অংশ বৃষ্টি চালায়। অন্যদিকে, আইএমডি জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/17
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার কার্যকলাপ:পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, কেরলের কিছু অংশ, দক্ষিণ কর্ণাটক এবং তামিলনাড়ুতে কয়েকটি ভারী স্পেল-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
11/17
তবে বর্ষা প্রত্যাহার কার্যত সম্পন্ন। তাই এই মুহূর্তে দিল্লি ও আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির জেরে রাজধানীর মানুষের অবস্থা তথৈবচ। শনিবার শহরের বিভিন্ন স্থানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
advertisement
12/17
যা চলতি মরশুমের গড় তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর রবিবার রাজধানীতে মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে।
advertisement
13/17
অন্যদিকে, বাংলায় বৃষ্টির সতর্কতা অব্যাহত রবিবারেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
14/17
যার জেরে বাংলায় বদলাচ্ছে আবহাওয়ার খেল। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সতর্কতা। আশঙ্কা রয়েছে বজ্রপাতের।
advertisement
15/17
উত্তরের কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলাতে রবিবার বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
16/17
অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, জেলাতে।
advertisement
17/17
সোমবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। সোমবার থেকে শুক্রবার, অর্থাৎ চতুর্থী থেকে অষ্টমী-নবমী পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কোনও কোনও জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।