TRENDING:

IMD Heavy Rainfall Alert: সোমবারই আবহাওয়ার 'ইউ টার্ন'...! ভারী বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, ঝড়ের তাণ্ডব! রাজ্যে রাজ্যে সতর্কতা জারি! কী আপডেট বাংলার?

Last Updated:
IMD Heavy Rainfall Alert: রাত পোহালেই আবহাওয়ার তুমুল ভোলবদল। একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, তুষারপাত ও ঝড়ের সম্ভাবনা, ভিজবে রাজধানী দিল্লি-এনসিআরও। সতর্কতা জারি করল হাওয়া অফিস IMD
advertisement
1/13
সোমবারই আবহাওয়ার 'ইউ টার্ন'...! রাজ্যে রাজ্যে সতর্কতা জারি! কী আপডেট বাংলার?
রাত পোহালেই আবহাওয়ার তুমুল ভোলবদল। একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, তুষারপাত ও ঝড়ের সম্ভাবনা, ভিজবে রাজধানী দিল্লি-এনসিআরও। সতর্কতা জারি করল হাওয়া অফিস IMD
advertisement
2/13
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী চারদিন পাহাড়ে তুষারপাত এবং সমতল ভূমিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, এই সময়ে সমতল ভূমিতে তাপমাত্রা খুব একটা কমবে না।
advertisement
3/13
দীর্ঘ শুষ্ক স্পেলের পরে, এবার বড় স্বস্তির খবর উত্তর প্রদেশ ও বিহারে। আবহাওয়ার নতুন ভোলবদলে এবার ঝড়-বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে। এই অঞ্চলে অত্যধিক প্রয়োজনীয় আর্দ্রতা ফিরবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/13
আগামিকাল ১৯ ফেব্রুয়ারি থেকে উত্তর প্রদেশের পশ্চিম অংশে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। ২০ শে ফেব্রুয়ারি নাগাদ এটি মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে শুরু হতে ।
advertisement
5/13
২১শে এবং ২২শে ফেব্রুয়ারিতে বৃষ্টি ঢুকে পড়বে বিহার ও পশ্চিমবঙ্গেও। রাস্তা ঘাটে থাকলে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
advertisement
6/13
যদিও উভয় রাজ্যই বৃষ্টিতে স্বস্তি হবে স্বল্পকালের জন্য। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে। এমনকি বিচ্ছিন্ন পকেটে শক্তিশালী পৃষ্ঠের বাতাসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌভাগ্যক্রমে, 23শে ফেব্রুয়ারির মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।
advertisement
7/13
কৃষিক্ষেত্রে এই বৃষ্টি রবি ফসলের জন্য আশীর্বাদ স্বরূপ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, প্রবল বাতাস এবং বিচ্ছিন্ন শিলাবৃষ্টি চাষের কিছুটা হলেও ক্ষতির কারণ হতে পারে। কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
8/13
উল্লেখ্য, যাইহোক, শক্তিশালী বাতাস এবং শিলাবৃষ্টির মতো সম্ভাব্য আবহাওয়ার বিপদ সম্পর্কে অবগত থাকা প্রত্যেকের নিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
9/13
কুড়ি ছুঁইছুঁই কলকাতা! লাফিয়ে লাফিয়ে চড়বে পারদ! 'এই' দিনই দক্ষিণবঙ্গে গরমের হাঁসফাঁস শুরু! গরম কবে? চরম 'পূর্বাভাস' IMDর কবে থেকে হাঁসফাঁস গরম? 'দিন' বলে দিল IMD
advertisement
10/13
আর শীত নয়। এবার পুরোদস্তুর অন্য খেলা শুরু আবহাওয়ার। মরশুমের শেষে শীতের আমেজ এবার যাই যাই। সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে জেলা থেকে শহর কলকাতা।
advertisement
11/13
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামিকাল থেকে ক্রমশ চড়বে পারদ। আগামী ৪-৫ দিনেই দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শীতের বিদায় নিশ্চিত। এবার বসন্তের হাওয়া দক্ষিণবঙ্গে।
advertisement
12/13
তবে পশ্চিমের জেলায় এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূমে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
advertisement
13/13
উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী দুদিন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Heavy Rainfall Alert: সোমবারই আবহাওয়ার 'ইউ টার্ন'...! ভারী বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, ঝড়ের তাণ্ডব! রাজ্যে রাজ্যে সতর্কতা জারি! কী আপডেট বাংলার?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল