TRENDING:

Accident: একদিন আগে কেনা গাড়ি নিয়ে বেরিয়েই বিপদ, বেঙ্গালুরুর কাছে তরুণ নৃত্যশিল্পীকে পিষে দিল ট্রাক!

Last Updated:

মৃত ওই নৃত্যশিল্পীর নাম সুধীন্দ্র (৩৫)৷ সোমবারই নতুন একটি গাড়ি কেনেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একদিন আগেই নতুন গাড়ি কিনেছিলেন৷ সেই গাড়ি নিয়ে বেরিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রিয়েলিটি শোয়ের একজন ড্যান্সারের৷ মঙ্গলবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কাছে৷
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নৃত্যশিল্পীকে পিষে দেয় ট্রাক৷ ছবি-এক্স
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নৃত্যশিল্পীকে পিষে দেয় ট্রাক৷ ছবি-এক্স
advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই নৃত্যশিল্পীর নাম সুধীন্দ্র (৩৫)৷ সোমবারই নতুন একটি গাড়ি কেনেন তিনি৷ মঙ্গলবার সকালে সেই গাড়ি নিয়েই বেরিয়েছিলেন সুধীন্দ্র৷

কিন্তু হাইওয়ে ধরে যাওয়ার সময় নতুন কেনা সেই গাড়িতেই কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়৷ কী সমস্যা হয়েছে তা দেখার জন্য গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করান সুধীন্দ্র৷ বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামাঙ্গালার কাছে গাড়ি থেকে নেমে ফোনে কথা বলতে বলতেই কী সমস্যা হয়েছে তা বোঝার চেষ্টা করছিলেন সুধীন্দ্র৷

advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সুধীন্দ্র যখন ফোনে কথা বলছেন তখন পিছন দিক থেকে একটি ট্রাক তীব্র গতিতে এসে তাঁকে পিষে দিচ্ছে৷ রাস্তার একেবারে ধারে থাকলেও বাঁ দিকে সরে এসে সুধীন্দ্রকে ধাক্কা মারে ঘাতক ট্রাকটি৷ ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন তরুণ ওই নৃত্যশিল্পী৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

ঘাতক ট্রাকটির চালককে পুলিশ গ্রেফতার করেছে৷ পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই নৃত্যশিল্পীকে ধাক্কা মারে ট্রাকটি৷

advertisement

পুলিশ জানতে পেরেছে, ঘটনার সময় ফোনে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন সুধীন্দ্র৷ নিজের ভাইকে নতুন কেনা গাড়ি দেখিয়ে ফিরছিলেন তিনি৷ কিন্তু মাঝপথে গাড়িটির স্টার্ট আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কী করবেন জানতে ভাইকে ফোন করেন সুধীন্দ্র৷ তখনই তাঁকে পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রাকটি৷ সোমবার নতুন গাড়ি কেনার পর নিজের পরিবারের সদস্যদেরও সেই গাড়িতে করে ঘুরতে নিয়ে গিয়েছিলেন সুধীন্দ্র৷ কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী হল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

তবে সুধীন্দ্রর এ ভাবে মৃত্যু নিছক দুর্ঘটনা না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নিহত নৃত্যশিল্পীর পরিবার৷ কন্নড় টেলিভিশন চ্যানেলগুলিতে সুধীন্দ্র একজন পরিচিত মুখ৷ বিভিন্ন রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: একদিন আগে কেনা গাড়ি নিয়ে বেরিয়েই বিপদ, বেঙ্গালুরুর কাছে তরুণ নৃত্যশিল্পীকে পিষে দিল ট্রাক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল