বিহারে এনডিএ ফের ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন সেই নিয়ে বিভিন্ন তরফেই প্রশ্ন উঠছে। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে এনডিএ ক্ষমতায় ফিরে এলে নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে রাখবে না। কিন্তু বিজেপির নির্বাচনী ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট করে দিয়েছেন, এনডিএ ক্ষমতায় এলে জেডি(ইউ) নেতা নীতীশ কুমারই ফের মুখ্যমন্ত্রী হবেন।
advertisement
বিহার প্রথম দফা ভোটগ্রহণ বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল। ধর্মেন্দ্র প্রধান লোকাল 18-কে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, “যারা এখন নীতিশ কুমারকে অপমান করছেন তারা নির্বাচনের ফলাফল ঘোষণা হলে (নভেম্বর ১৪) লজ্জিত হবেন“।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, “নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন কিনা তা নিয়ে কখনও সন্দেহ ছিল না। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রী মোদির পরিকল্পনা অনুযায়ী আমরা শুধুমাত্র রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। যারা নীতিশ কুমারকে অপমান করছেন তাদের লজ্জা হওয়া উচিত।”
আরও পড়ুন: দিকে দিকে শোচনীয় হার ট্রাম্পের প্রার্থীদের! ভার্জিনিয়া এবং নিউ জার্সিতেও পরাজয়
বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “তিনি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের কোনো শিষ্টাচার নেই এবং তারা বয়স্কদের প্রতি কোনো সম্মান দেখান না। যারা রাজবংশ এবং বিভাজনমূলক রাজনীতিতে বিশ্বাস করেন তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। ওদের নিজেদের ভাষার উপর কোনও নিয়ন্ত্রণ নেই, এবং সমস্ত শালীনতা ভুলে গেছেন।” বিজেপি বিহারে কতগুলি আসন পাবে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কোনো সংখ্যা দিতে চাই না, কিন্তু আমাদের নেতা অমিত শাহ বলেছেন আমরা ১৬০ পাব। আমি নিশ্চিত আমরা এর চেয়ে বেশিই যাব,” তিনি বলেন।
