IMD Heatwave Alert: ৮-১০ দিন নয়, এবার ‘হিটওয়েভের’ আয়ু...! IMD-র ভয়ঙ্কর পূর্বাভাস, কিছুদিনে শুরু হবে ‘জ্বালাপোড়া গরম’, দাবদাহের আতঙ্কে একাধিক রাজ্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
IMD Heatwave Alert: শুধু সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে নয়, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু বিচ্ছিন্ন এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
advertisement
1/10

IMD Heatwave Alert: এই গ্রীষ্মে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে এপ্রিল থেকে জুন পর্যন্ত। দীর্ঘ তাপপ্রবাহের সতর্কতা জারি। আজ, সোমবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এমনটাই পূর্বাভাস দিয়েছে।
advertisement
2/10
IMD Heatwave Alert: পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং উত্তর-পশ্চিম ভারতের বিচ্ছিন্ন কিছু অংশ ছাড়া দেশের প্রায় বেশিরভাগ অংশেই এই গ্রীষ্মে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে এপ্রিল থেকে জুন পর্যন্ত।
advertisement
3/10
IMD Heatwave Alert: শুধু সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে নয়, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু বিচ্ছিন্ন এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
advertisement
4/10
IMD Heatwave Alert: এই গ্রীষ্মে তাপপ্রবাহ আরও দীর্ঘ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। IMD-এর ডিরেক্টর জেনারেল ড. মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা এবং ওড়িশাতে এপ্রিল, মে এবং জুন মাসে তাপপ্রবাহ হবে।
advertisement
5/10
IMD Heatwave Alert: তিনি বলেন, তাপপ্রবাহ সাধারণত ৮-১০ দিন একটানা চলতে পারে। তবে এবার এটি স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
6/10
IMD Heatwave Alert: সাউথ পেনিনসুলা, মধ্য ভারত, পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে অতিরিক্ত দাবদাহের দিন শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি।
advertisement
7/10
IMD Heatwave Alert: তাপপ্রবাহের সময় উচ্চতর তাপমাত্রা উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং কো-মর্বিডিটি থাকা মানুষদের জন্য বিপদের হতে পারে। হিটস্ট্রোক নিয়ে সতর্ক থাকার বার্তা জারি করেছে আইএমডি।
advertisement
8/10
IMD Heatwave Alert: প্রচণ্ড তাপ দীর্ঘস্থায়ী হলে ডিহাইড্রেশন হতে পারে এবং বিদ্যুপরিবহনে সমস্যা দেখা দিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
9/10
IMD Heatwave Alert: পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঝড়ের বিষয়ে কথা বলতে গিয়ে মহাপাত্র বলেন, ‘‘অতিরিক্ত গরমের কারণে কিছু এলাকায় বজ্রপাত হচ্ছে।’’
advertisement
10/10
IMD Heatwave Alert: ‘‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আগামী ৫ দিনের মধ্যে, অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের মতো উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বজ্রঝড় ধেয়ে আসতে পারে।’’