TRENDING:

ফুলশয্যার রাত ভাসল 'রোম্যান্সে'...! সকালে ঘুম থেকে উঠতেই... এ 'কোন' দৃশ্য! পায়ের তলা থেকে সরল মাটি, শিউরে উঠবেন শুনলে!

Last Updated:
Husband Wife Story: সেটি ছিল বিয়ের প্রথম রাত ছিল। কিন্তু ভোরের আলো ফুটতেই যা ঘটল তা যেন বাড়ি শুধু কারওরই বিশ্বাস হচ্ছে না..
advertisement
1/11
ফুলশয্যার রাত ভাসল 'রোম্যান্সে'...! সকালে ঘুম থেকে উঠতেই... এ 'কোন' দৃশ্য!
বিয়ে এক অমোঘ বন্ধন। বলা হয়, বিয়ে হল জন্ম জন্মান্তরের বন্ধন। তাই বিয়ে নিয়ে প্রতিটি মানুষের মনেই থাকে বিশেষ স্বপ্ন। আর বিয়ের প্রথম রাতটি দুই সঙ্গীর একে অপরের কাছাকাছি আসার এক রোমাঞ্চকর মুহূর্ত। তাই এই রাত দু'জনের জন্যেই খুবই স্পেশাল।
advertisement
2/11
এমনই এক 'ফুলশয্যার' রাতের শেষে কিন্তু এই দম্পতির জীবনে ঘটল এমন কিছু যা শুনলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য। এই দম্পতি সাত পাকে বাঁধা পড়ার পর ফুলশয্যার রাত কাটাতে ঘরে যান।
advertisement
3/11
কিন্তু ফুলশয্যা কাটতে না কাটতেই এমন ঘটনা ঘটে যে শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। এই দম্পতির বিয়ে বেশ ধুমধাম করে সানাই বাজিয়েই নানা ধর্মীয় আচার অনুষ্ঠনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
advertisement
4/11
ফুলশয্যাও কাটে নির্বিঘ্নেই। কিন্তু তারপরেই ঘটে অঘটন। ফুলশয্যার পরদিন সকালে ঘুম থেকে উঠতেই মুহূর্তে হতবাক হয়ে যান স্বামী। এ কী দৃশ্য?
advertisement
5/11
ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। মহা ধুমধাপের মধ্যে দিয়ে আর পাঁচটি বিয়ের মতোই বিয়ে হয় এক রাজস্থানী যুবকের। বিয়ের আসরেও চলে হাসি-ঠাট্টা-আনন্দ। বিয়েতে ওই যুবকের পাশাপাশি খুশি ছিলেন তার পরিবারের লোকজন। সকলেই দারুণ উৎসাহে নতুন কনেকে বরণ করে নেন।
advertisement
6/11
কনে নিয়ম মতোই শ্বশুরবাড়ি এসে পৌঁছয় নতুন স্বামীর সঙ্গে। ঐতিহ্য অনুযায়ী সমস্ত আচার-অনুষ্ঠান সুসম্পন্ন হয়। এরপর ফুলশয্যার প্রচলিত নিয়ম মেনে বর-কনে তাদের ঘরে চলে যান।
advertisement
7/11
সেটি ছিল বিয়ের প্রথম রাত ছিল। কিন্তু ভোরের আলো ফুটতেই যা ঘটল তা যেন বাড়ি শুধু কারওরই বিশ্বাস হচ্ছে না। ফুলশয্যার পরে সকালে ঘুম থেকে উঠে ওই যুবক দেখেন, কনে বেপাত্তা।
advertisement
8/11
মুহূর্তে পায়ের নীচ থেকে মাটি সরে যায় তাঁর। তড়িঘড়ি তিনি নববিবাহিত স্ত্রীকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে আসেন, এসে আরও অবাক হয়ে আবিষ্কার করেন এমনকি কনের পরিবারও রাতারাতি উধাও।
advertisement
9/11
অবাক হওয়ার বাকি ছিল আরও। এরপরেই বাড়ির লোকজন ও ওই যবক দেখেন বাড়ি থেকে সব গয়না ও নগদ টাকা উধাও। বোঝা গেল ফুলশয্যার পরে যুবকটি ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কনে সমস্ত মূল্যবান জিনিসপত্র সোনা-দানা টাকা-কড়ি নিয়ে পরিবারের সঙ্গে চম্পট দেয়।
advertisement
10/11
পরিবারের সঙ্গে থানায় পৌঁছন ওই যুবক। তিনি কনে ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিশ কনে-সহ তার পরিবার ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে মামলা করেছে।
advertisement
11/11
ওই যুবক বলেন, 'মধ্যস্থতাকারীদের সহায়তায় এই বিয়ে হলেও বিয়ের রাতেও নতুন কনে বারবারই বলছিলেন, 'আমি তোমাকে ভালোবাসি'। আমাদের প্রতিদিনই ফোনালাপ হত। কিন্তু তার এত ভয়ঙ্কর পরিকল্পনা বা গতিবিধি সম্পর্কে আমরা কিছুই আঁচ করতে পারিনি।'
বাংলা খবর/ছবি/দেশ/
ফুলশয্যার রাত ভাসল 'রোম্যান্সে'...! সকালে ঘুম থেকে উঠতেই... এ 'কোন' দৃশ্য! পায়ের তলা থেকে সরল মাটি, শিউরে উঠবেন শুনলে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল