দেশের জন্য শহিদ স্বামী, অধরা স্বপ্নপূরণেই বায়ুসেনায় যোগ দিতে চলেছেন স্ত্রী
Last Updated:
advertisement
1/6

গত ১ ফেব্রুয়ারি ২০১৯ বেঙ্গালুরু এয়ার শোয়ে শহিদ হয়েছিলেন স্কোয়াড্রন লিডার সমীর অবরোল ৷ এবার তাঁর স্ত্রী যোগ দিতে চলেছেন বায়ুসেনায় ৷
advertisement
2/6
সমীর অবরোলের স্ত্রী গরিমা অবরোল স্বামীর প্রয়াণের পরেই সিদ্ধান্ত নিয়েছিলেন বায়ুসোনায় যোগ দেওয়ার ব্যাপারে ৷
advertisement
3/6
গরিমা অবরোল ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে এএসএসবি বারাণসীতে নির্বাচন পরীক্ষায় পাশ করেছেন ৷ ২০২০ সালের মধ্যে ভারতীয় বায়ুসেনায় যোগ দেবেন ৷
advertisement
4/6
৩৩ বছর বয়সী গরিমা জলন্ধরের ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করছিলেন ৷ তাঁদের ২ জনের বিয়ে হয়েছিল ২০১৫ সালে ৷
advertisement
5/6
১ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর এয়ারফোর্সে মিরাজ ২০০০ বিমানের স্কোয়াড্রন লিডার সমীর অবরোল ও পাইলট সিদ্ধার্থ নেগি শহিদ হয়েছিলেন ৷
advertisement
6/6
স্বামীর অধরা স্বপ্নপূরণ করতেই এবার বায়ুসেনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত স্ত্রীর ৷