TRENDING:

Crude oil in India: আরবকে টেক্কা দেবে ভারতের একটি জেলা! মিলল বিপুল খনিজ তেলের সম্ভার, ৩০০ কিমি রাস্তায় শুধু তেল আর তেল

Last Updated:
Oil reserve in India: উত্তরপ্রদেশের বলিয়া জেলার সাগরপালি গ্রামের কাছে মিলেছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের সম্ভার। কাঁচা তেলের কুয়া পাওয়ায় খনন শুরু করেছে ওএনজিসি।
advertisement
1/7
আরবকে টেক্কা দেবে ভারতের এক জেলা! মিলল বিপুল খনিজ তেলের সম্ভার,৩০০ কিমি রাস্তায় তেল আর তেল
উত্তরপ্রদেশের বলিয়া জেলার সাগরপালি গ্রামের কাছে মিলেছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের সম্ভার। কাঁচা তেলের কুয়া পাওয়ায় খনন শুরু করেছে ওএনজিসি। এর ফলে আশপাশের কৃষকদের জমি অধিগ্রহণের সম্ভাবনা রয়েছে, যার ফলে লাভবান হতে পারেন কৃষকরা। বলিয়ায় স্বাধীনতা সংগ্রামী চিত্তু পাণ্ডের পরিবারের জমিতে বিপুল অপরিশোধিত তেলের ভাণ্ডার মিলেছে। Photo Source: Grok
advertisement
2/7
গঙ্গা বেসিনে ৩,০০০ মিটার গভীরতায় তেলের খোঁজ মেলায় তিনমাস ধরে সমীক্ষা চালায় ওএনজিসি। ONGC-র সেনানি পরিবারের থেকে সাড়ে ছয় একর জমি তিন বছরের জন্য লিজ নিয়েছে এবং বার্ষিক ১০ লাখ টাকা প্রদান করছে।
advertisement
3/7
জানা গিয়েছে যে ৩,০০০ মিটার গভীরতায় তেল রয়েছে। ONGC এর কর্মকর্তাদের মতে, এখানে তেলের ভাণ্ডার তো রয়েছে, কিন্তু খুব গভীরে। এর জন্য ৩,০০১ মিটার গভীর বোরিং করা হচ্ছে। এই খননের জন্য প্রতিদিন ২৫,০০০ লিটার পানির ব্যবহার করা হচ্ছে।
advertisement
4/7
কর্মকর্তাদের মতে, খননের কাজ খুব দ্রুত চলছে। আশা করা হচ্ছে যে এপ্রিল মাসের শেষ পর্যন্ত তেলের পৃষ্ঠ পর্যন্ত বোরিংয়ের কাজ সম্পূর্ণ হবে। এখান থেকে পজিটিভ রিপোর্ট আসার পর গঙ্গা বেসিনে চিহ্নিত অন্যান্য স্থানে একই ধরনের কুয়া খোঁড়া হবে।
advertisement
5/7
এতে কৃষকদেরও উপকার হবে বলে খবর। জমির মালিক নীল পাণ্ডে জানিয়েছেন, ONGC কোম্পানি ৩ বছরের জন্য আমাদের জমিকে বার্ষিক ১০ লাখ টাকা দেওয়ার চুক্তি করেছেন।
advertisement
6/7
৩ বছরের পর এটি ১ বছর আরও বাড়ানো হবে। এখানে অপরিশোধিত তেলের ভাণ্ডার থাকার সম্ভাবনায় খনন করা হচ্ছে। যদি খননে তেল পাওয়া যায়, তাহলে আশপাশের সমস্ত জমিকে উচ্চ মূল্যে অধিগ্রহণ ONGC কোম্পানি করবে, যা কৃষকদের অনেক লাভ হবে।
advertisement
7/7
কাঁচা তেলের এই ভাণ্ডার ৩০০ কিমি অঞ্চলে বিস্তৃত তথ্য অনুযায়ী কাঁচা তেল এবং গ্যাসের এই অকূত ভাণ্ডার বলিয়ার সাগর পালি গ্রাম থেকে প্রয়াগরাজের ফাফামাউ পর্যন্ত বিস্তৃত, যা ৩০০ কিমি অঞ্চল জুড়ে। এই ভাণ্ডার পাওয়ার ফলে ভারত কেবল জ্বালানির ক্ষেত্রেই আত্মনির্ভর হবে না বরং আরব দেশগুলোর উপর তার নির্ভরতাও কমবে। বিশেষজ্ঞদের দাবি, কাঁচা তেলের এই বিশাল ভাণ্ডার থেকে বহু দশক পর্যন্ত জ্বালানি পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Crude oil in India: আরবকে টেক্কা দেবে ভারতের একটি জেলা! মিলল বিপুল খনিজ তেলের সম্ভার, ৩০০ কিমি রাস্তায় শুধু তেল আর তেল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল