Howrah Puri Vande Bharat: আজই যাত্রা শুরু...? কত টাকা 'ভাড়া' হবে হাওড়া-পুরী বন্দে ভারতের? বুকিং শুরু কবে থেকে? প্রকাশ্যে এল 'সুখবর'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Howrah Puri Vande Bharat Express: বাংলার জন্য সুখবর! বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকে পুরী। এবার রাজ্য থেকে বাঙালির মনের সবথেকে কাছের ডেস্টিনেশন পুরী পৌঁছবে বন্দে ভারত। ঠিক ছিল ১৫ মে এই ট্রেনের উদ্বোধন হবে। ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার। পাশাপাশি ২টি এক্সিকিউটিভ চেয়ারকার।
advertisement
1/11

ভারতীয় রেলের এই মুহূর্তের সবথেকে আকর্ষণীয় ট্রেন হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেস। সদ্যই শুরু হয়ে ইতিমধ্যেই দেশে ছড়িয়ে গিয়েছে বিশেষ গতি সম্পন্ন এই ট্রেনটি।
advertisement
2/11
পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসটি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেটি। তবে আর দেরি নেই। সদ্যই আরও একখানা বন্দে ভারত চালু হচ্ছে যা হাওড়া এবং পুরীর মধ্যে চলাচল করবে।
advertisement
3/11
যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গড়ে তোলা হচ্ছে নানান যুগোপযোগী পরিকাঠামো। রেলের একের পর এক চমকপ্রদ পরিষেবার ফলস্বরূপ হাতে আসে লেটেস্ট বন্দে ভারত এক্সপ্রেস! সবচেয়ে বড় ব্যাপার, সম্পূর্ন দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন।
advertisement
4/11
বাংলায় ইতিমধ্যেই ছুটতে শুরু করেছে নতুন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আবার শীঘ্রই শুরু হবে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সেই হিসেবে মোট দুটি বন্দে ভারত পেতে চলছে বাংলা। আবার গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত শুরু হলে মোট ৩টি বন্দে ভারত চলবে হাওড়া থেকে।
advertisement
5/11
রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটি এবার ছুটবে হাওড়া এবং পুরীর মধ্যে। বহুদিন ধরেই এই রুটে ট্রেন আসা নিয়ে অপেক্ষায় ছিল মানুষ। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
advertisement
6/11
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে ট্রেনটি। আগে আজ ১৫ মে থেকেই চালু হওয়ার কথা ছিল এই ট্রেনের। তবে রেল সূত্রে খবর দিনটি পিছিয়ে ১৮ মে হয়েছে। যদিও এখনও স্পষ্ট ভাবে এটি জানা যায়নি।
advertisement
7/11
তবে ১৫ তারিখ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হলেও তার দিনকয়েকের মধ্যে ট্রেনের দরজা সাধারণের জন্য খুলবে বলে জানা যাচ্ছে।
advertisement
8/11
.জানা গিয়েছে, হাওড়া থেকে সকাল ৬:২০ নাগাদ ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে বাংলার দ্বিতীয় বন্দে ভারত। এরপর পুরী পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ নাগাদ।
advertisement
9/11
পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ১:৫০ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছবে রাত ৮:৩০ মিনিটে। ট্রেনটিতে রয়েছে ১৪ টি এসি চেয়ারকার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ারকার।
advertisement
10/11
সূত্র মারফৎ জানা যাচ্ছে ট্রেনটির উদ্বোধন হবে পুরী অথবা ভুবনেশ্বর স্টেশন থেকে। ইতিমধ্যেই ট্রেনের সময়সূচী প্রকাশ হয়েছে, এবার কৌতূহল কত ভাড়া হতে পারে।
advertisement
11/11
এখনও অবধি সরকারি তরফে কোনও ভাড়া জানানো হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যে, হাওড়া থেকে পুরী এসি চেয়ারকারের জন্য ভাড়া হতে পারে ১৫০০ টাকা মতো আর এক্সিকিউটিভ চেয়ারকারের জন্য ২৭০০ টাকার আশেপাশে ভাড়া হতে হতে পারে।