Idli Amma: এক টাকায় ইডলি! সেই ইডলি আম্মাকে নতুন বাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার
- Published by:Suman Majumder
Last Updated:
Idli Paati: এক টাকায় ইডলি খাওয়ান গরীব মানুষকে। ইডলি আম্মা অনেকের কাছে অনুপ্রেরণা।
advertisement
1/8

মা দিবস উপলক্ষে 'ইডলি আম্মা' (ইডলি পাট্টি) নামে পরিচিত তামিলনাড়ুর ভাদিভেলামপালায়মের বাসিন্দা কমলাথালকে দেশের বিখ্যাত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা একটি বাড়ি উপহার দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির ছবি এখন ভাইরাল। মানুষ আনন্দ মাহিন্দ্রার প্রশংসা করছে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাত্কারে কমলাথাল বলেছেন- 'আমি খুব খুশি। এবার নতুন বাড়িতে থাকব।'
advertisement
2/8
নতুন বাড়িতে তাঁর জন্য একটি বিশেষ রান্নাঘরও তৈরি করানো হয়েছে।
advertisement
3/8
ইডলি আম্মাকে বাড়ি উপহার দেওয়ার কথা আনন্দ মাহিন্দ্রা নিজে টুইট করে জানিয়েছিলেন। এক তলা সেই বাড়ি সুন্দর ও ছিমছাম।
advertisement
4/8
মাত্র এক টাকায় ইডলি বিক্রি করেন ইডলি আম্মা। তাঁর এমন কাজে প্রভাবিত হয়ে আনন্দ মাহিন্দ্রা তাঁকে বাড়ি উপহার দেন।
advertisement
5/8
আনন্দ মাহিন্দ্রা চিন্তায় ছিলেন, মাদার্স ডে-র আগে বাড়ি সম্পূর্ণ তৈরি হবে কি না তা নিয়ে! কিন্তু শেষমেশ বাড়িটি সময়মতো তৈরি হয়।
advertisement
6/8
প্রথমবার নতুন বাড়িতে প্রবেশ করে আবেগপ্রবণ হয়ে পড়েন ইডলি আম্মা।
advertisement
7/8
এক টাকায় দুঃস্থদের ইডলি বিক্রি করেন ইডলি আম্মা। তাঁর কথা বছর দুয়েক আগে সোস্যাল মিডিয়া মারফত মানুষ জানতে পারে।
advertisement
8/8
ইডলি আম্মার কথা সবাই জানার পর আনন্দ মাহিন্দ্রা তাঁর ব্যবসায় বিনিয়োগের কথা বলেছিলেন।