ভক্তদের কাছে বড় খবর ! কেদারনাথে ১১,৭৫৫ ফুট উচ্চতায় দেশের বড় ব্যাঙ্কের ATM
Last Updated:
বিপুল পরিমাণ ভক্তদের প্রচুর সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে
advertisement
1/5

দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক (HDFC Bank) কেদারনাথে ATM খুলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/5
ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১,৭৫৫ ফুট উচ্চতায় সর্বপ্রথম কোনও ব্যাঙ্ক ATM প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/5
কেদারনাথে যে সমস্ত ভক্তরা আসবেন তাঁদের জন্য আনন্দের খবর ৷ ২৪ ঘণ্টা পাওয়া যাবে এই ATM এর পরিষেবাও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/5
যে যে সুবিধা পাওয়া যাবে - ২৪ ঘণ্টা এটিএম পরিষেবা, এটিএম কার্ডের পিন জেনারেট, ক্রেডিট কার্ডের বিল মেটানো, নতুন চেকবুকের আবেদন, প্রিপেড মোবাইল রিচার্জ, এটিএম ডেবিট কার্ড লিঙ্ক, চেক স্টেটাসের রিপোর্ট, ব্যাঙ্কিং রেজিস্টার, মোবাইল নম্বর রেজিস্টার, কার্ডলেস টাকা তোলা ৷ এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/5
২০১৮ সালে মোট ৭.৩২ লক্ষ ভক্তেরা কেদারনাথ যাত্রায় গিয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷