TRENDING:

Havana Syndrome India: রহস্যময় এই রোগের উপসর্গ কী জানেন? প্রথম ‘হাভানা সিন্ড্রোম' লক্ষণ ধরা পড়ল ভারতে! 

Last Updated:
Havana Syndrome India: 'হাভানা সিন্ড্রোম'-এর উপসর্গ নিয়ে শোরগোল পরে গিয়েছে। কী দেখে চেনা যায় এই রোগ?
advertisement
1/6
রহস্যময় এই রোগের উপসর্গ কী জানেন? প্রথম ‘হাভানা সিন্ড্রোম' লক্ষণ ধরা পড়ল ভারতে! 
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে উৎকণ্ঠার মধ্যেই এবার আরও এক অশনি সংকেত ভারতের আকাশেও। রহস্যজনক রোগ 'হাভানা সিন্ড্রোম'-এর মতো উপসর্গ (Havana Syndrome India) এবার ধরা পড়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (CIA) এক আধিকারিকের শরীরে। আর তাই নিয়ে শোরগোল পরে গিয়েছে।
advertisement
2/6
প্রথম হাভানা সিনড্রোম ভারতে : জানা গিয়েছে, সিআইএ-র এক অফিশিয়াল ভারত সফরে আসার পর থেকে তাঁর শরীরে হাভানা সিন্ড্রোম (Havana Syndrome India) দেখা দিয়েছে। করোনা অবস্থার মধ্যেই ভারতে সিআইএ-র অফিসারের দেহে এই হাভানা সিন্ড্রোমের চিহ্ন মিলতেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। চলতি মাসে মার্কিন গুপ্তচর সংস্থার অধিকর্তা বিল বার্নসের সঙ্গে ভারতে এসেছিলেন এই সি আই এ এজেন্ট। মঙ্গলবার একটি প্রতিবেদনে এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ওই প্রতিবেদন অনুযায়ী, মাসখানেকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বিদেশ সফরে কোনও মার্কিন কর্তার 'হাভানা সিন্ড্রোম'-এর মতো উপসর্গ ধরা পড়ল।
advertisement
3/6
এই উপসর্গের সূচনা কবে? প্রসঙ্গত, ২০১৬ সালে কিউবাতে প্রথমবার এই হাভানা সিন্ড্রোম (Havana Syndrome India) দেখা গিয়েছে। এরপর সেভাবে এই সমস্যা নিয়ে তেমন তোলপাড় দেখা যায়নি। তবে জানা গিয়েছে সিআইএ র ডিরেক্টর উইলিয়াম বার্নসের সাম্প্রতিক ভারত সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ওই মার্কিন সিআইএ অফিসার, যাঁরা দেহে পরে হাভানা সিন্ড্রোম দেখা দিয়েছে। তাতেই তোলপাড় মার্কিন গণমাধ্যম। প্রশ্ন উঠেছে কী এই রহস্যময় অসুস্থতা যা নিয়ে বারবার রাশিয়ার দিকে আঙুল তুলছে আমেরিকা?
advertisement
4/6
২০১৬ সালে কিউবাতে এই রোগের জটিলতা দেখা যায় আমেরিকান গুপ্তচরদের শরীরে। পরে রাশিয়ার কূটনীতিবিদ ও অস্ট্রিয়া, চিন সহ বিভিন্ন দেশের কূটনীতিবিদের শরীরে এই সমস্যা দেখা যেতে শুরু করে। দেখা যায়, কিউবার হাভানাতে যে সমস্ত বিদেশী কূটনীতিবিদরা ছিলেন তাঁদের শরীরে অদ্ভুত এক জটিলতা পাকড়াও করত থাকে। এক অদ্ভুত শারীরিক স্রোত গোটা শরীরে বয়ে যেতে থাকে। আর হাভানার হোটেল রুমেই এটা ঘটে যায়। ফলে বহু দিক থেকে এই আচমকা হওয়া রোগ নিয়ে সন্দেহ জাগে।
advertisement
5/6
রহস্য়ময় রোগে কোন স্নায়ুগত সমস্যা হয়? এই রোগের শিকার কেউ হলে , আগেই গা বমি ভাবের শিকার হন। এরসঙ্গেই থাকে প্রবল মাথার যন্ত্রণা, দুর্বল হতে থাকে শরীর, একটা মাথা ঘোরা ভাব থাকে, সমস্যা হয় ঘুমোতে। আর স্নায়ুগত সমস্যা সম্বলিত এই রোগে বড় সমস্যা হয়, ভুলে যাওয়ার। অনেকেই শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন আবার অনেকে ভুলে যেতে থাকেন। এই সমস্ত ঘটনার উদ্রেক যেহেতু প্রথমহার হাভানাতে হয়েছিল,তাই এই সমস্যাকে হাভানা সিন্ড্রোম বলা হয়।
advertisement
6/6
কী থেকে হাভানা সিন্ড্রোম হয়? মূল সমস্যার কারণ এখনও পর্যন্ত সেভাবে আবিষ্কার করতে পারেনননি বিজ্ঞানীরা। বহু সময়ে বহু রহস্যময় কারণ সামনে এসেছে হাভানা সিন্ড্রোম। অনেকেই মনে করেন এটি 'সোনিক অস্ত্র' অনেকেই মনে করেন এটি মানসিক সমস্যা। প্রশ্ন হল, যদি এটি মানসিক সমস্যাই হবে, তাহলে কেন হাভানাতে একই সঙ্গে অতজন কূটনীতিবিদের একই রোগ হল? তাঁরা সকলে কি মানসিক রোগের শিকার ছিলেন? তবে বহু চিকিৎসক বলে থাকেন যে, এটি চিন্তা ও চাপ সংক্রান্ত একটি রোগ। তবে এর নিগূঢ় রহস্য এখনও উদ্ধার হয়নি।
বাংলা খবর/ছবি/দেশ/
Havana Syndrome India: রহস্যময় এই রোগের উপসর্গ কী জানেন? প্রথম ‘হাভানা সিন্ড্রোম' লক্ষণ ধরা পড়ল ভারতে! 
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল