TRENDING:

বিয়ের মেহেন্দিতে বউয়ের বদলে বরের হাতে মোদির নাম!

Last Updated:
২০১৯-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে দেখতে চান অনুভব৷ অনেক মোদি ভক্তই চান৷ এতে আর নতুন কি? কিন্তু অনুভব একেবারে বিয়ের মেহেন্দিতে লিখে ফেললেন, # ModiAgain৷ সঙ্গে পদ্মের ছবিও মেহেন্দিতে এঁকেছেন তিনি৷
advertisement
1/5
বিয়ের মেহেন্দিতে বউয়ের বদলে বরের হাতে মোদির নাম!
অতিবড় মোদি ভক্তও এটা ভাবতে পারবেন না বোধ হয়! নইলে বিয়ের মেহেন্দিতে কেউ নতুন বউয়ের নামের বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম লেখেন? হ্যাঁ, এই কাণ্ড ঘটালেন ইন্দোরের যুবক অনুভব ভার্মা৷ খবরটি পেতেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান ওই যুবকের বিয়ের বরযাত্রীতে যোগ দেন৷ অনুভবের অভিনব পদক্ষেপের প্রশংসাও করেন তিনি৷
advertisement
2/5
২০১৯-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে দেখতে চান অনুভব৷ অনেক মোদি ভক্তই চান৷ এতে আর নতুন কি? কিন্তু অনুভব একেবারে বিয়ের মেহেন্দিতে লিখে ফেললেন, # ModiAgain৷ সঙ্গে পদ্মের ছবিও মেহেন্দিতে এঁকেছেন তিনি৷
advertisement
3/5
স্ত্রী রেগে যাননি? অনুভব জানাচ্ছেন, প্রথমে ওর খারাপ লেগেছিল৷ পরে মেনে নিয়েছে৷ মোদির প্রশংসা করে অনুভব বলেন, 'যে মনুষটা দেশের জন্য এত কিছু করছেন, ওঁর জন্য আমিও কিছু করতে চাই৷ কেউ ওঁকে গালাগালি দেন, কেউ প্রশংসা করেন৷ আমার এটা একটা ছোট্ট প্রয়াস৷'
advertisement
4/5
অনুভবের দাবি, মোদিকে দেখেই বোঝা যায়, উনি সত্‍‌ ব্যক্তি৷ রাহুল গান্ধি ও রবার্ট বঢরার বিরুদ্ধে কোথাও না কোথাও দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু মোদির উপর কোনও দুর্নীতির অভিযোগ নেই৷
advertisement
5/5
অনুভবের দাবি, মোদিকে দেখেই বোঝা যায়, উনি সত্‍‌ ব্যক্তি৷ রাহুল গান্ধি ও রবার্ট বঢরার বিরুদ্ধে কোথাও না কোথাও দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু মোদির উপর কোনও দুর্নীতির অভিযোগ নেই৷
বাংলা খবর/ছবি/দেশ/
বিয়ের মেহেন্দিতে বউয়ের বদলে বরের হাতে মোদির নাম!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল