ট্রেন ধোয়ার 'নোংরা' জল দিয়েই এই 'কাজ' করছেন 'প্যান্ট্রি বয়'...! গরিব রথ এক্সপ্রেসে কী চলছে এসব? ভিডিও 'ফাঁস' হতেই যা জানাল IRCTC
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Garib Rath Express: গরিব রথ এক্সপ্রেস ট্রেনে হয়েছে এই চরম চমকে দেওয়া ঘটনাটি। যা ভিডিও করা হতেই মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিও দেখেই আঁতকে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরাও। জানেন কী দেখা গিয়েছিল ভাইরাল ওই ভিডিওতে?
advertisement
1/12

ভারতীয় রেল ট্রেনে ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ নিশ্চিত করতে রেখেছে একাধিক সুবন্দোবস্ত। প্রতিটি ট্রেনেই প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এই রেল যাত্রীদের জন্য রয়েছে প্যান্ট্রি। আবার রেলের লাইসেন্সড ভেন্ডাররাও খাবার সরবরাহ করেন রেলের এসি বা স্লিপার ক্লাস থেকে জেনারেল কোচে।
advertisement
2/12
আসলে দীর্ঘ রেল যাত্রায় খাবার হোক বা জলের বোতল অথবা চা-কফি, একটু তৃপ্তির জন্য এইসব টুকিটাকি সময়ে সময়ে পাওয়ার জন্য এই ভেন্ডার ও রেলের প্যান্ট্রি কারের প্যান্ট্রি বয়দের উপরেই ভরসা করতে হয় রেলের প্যাসেঞ্জারদের।
advertisement
3/12
কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে একটি ট্রেনে যা শুনলে পরের বার চা-কফি মুখে তোলার আগে দশবার ভাববেন আপনিও। কী এমন ঘটল ট্রেনের কামরায় সেদিন? শুনলে আপনিও শিউরে উঠবেন নির্ঘাত!
advertisement
4/12
গরিব রথ এক্সপ্রেস ট্রেনে হয়েছে এই চরম চমকে দেওয়া ঘটনাটি। যা ভিডিও করা হতেই মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিও দেখেই আঁতকে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরাও। জানেন কী দেখা গিয়েছিল ভাইরাল ওই ভিডিওতে?
advertisement
5/12
চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গেল এক ভয়ঙ্কর কাণ্ড চলছে সকলের চোখের আড়ালে। লক্ষ্য করে থাকবেন স্টেশনগুলিতে প্রতিটি ট্রেন ধোয়ার জন্য একটি পাইপের জল ব্যবহার হয়। আবার ট্রেনের টয়লেটের ট্যাঙ্কগুলিতেও জল ভর্তি করা হয় একই জলের পাইপ থেকেই। ওই পাইপের জল সাধারণত ট্রেন ধোয়া এবং টয়লেট ট্যাঙ্ক ভর্তি করার জন্য ব্যবহৃত হয়।
advertisement
6/12
কিন্তু ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, চায়ের পাত্রেও ওই একই পাইপের জল ঢালা হচ্ছে নির্দ্বিধায়! করছেন এক প্যান্ট্রি বয়। এহেন কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার পরে যায়। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিওতে যা দেখা গিয়েছে তা যে যাত্রীদের স্বাস্থ্যের জন্য খুবই উদ্বেগজনক সেকথা বলাই বাহুল্য।
advertisement
7/12
কারণ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করেন এবং সেখান থেকেই তাঁরা চা-কফি কিনে খান। তবে, সেই পাইপের জল চায়ের পাত্রে নেওয়া হলেও সেই জলই চা তৈরিতে ব্যবহার করা হয়েছিল কিনা তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়।
advertisement
8/12
যদিও এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন অনেক ভিডিও সামনে এসেছে যেখানে প্যান্ট্রি কর্মীদের এভাবে রেলের টয়লেটের বা ট্রেন ধোয়ার পাইপ থেকেই বোতলে বা পাত্রে জল ভর্তি করতে দেখা গিয়েছে।
advertisement
9/12
উল্লেখ্য, এর আগেও সোশ্যাল মিডিয়ায় একই রকম একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে একজন প্যান্ট্রি কর্মচারিকে ট্রেনের সরবরাহ লাইন থেকে ২০ লিটারের জলের বোতল ভর্তি করতে দেখা যায়।
advertisement
10/12
সেই ক্ষেত্রেও আইআরসিটিসি বিষয়টি গুরুত্ব দিয়ে তাতে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায়। সর্বশেষ ঘটনাটি উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনের সঙ্গে সম্পর্কিত বলেই এখনও পর্যন্ত সূত্রের মাধ্যমে জানা গিয়েছে।
advertisement
11/12
তবে এই এই ভিডিওটি প্রকাশের পর, সোশ্যাল মিডিয়ায় মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। @iaffanahmad নামে একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, "@RailwaySeva কানপুর সেন্ট্রাল স্টেশনে ১২৮৭৮ রাঁচি গরীব রথ এক্সপ্রেসের প্যান্ট্রি কর্মীদের পাইপলাইন থেকে সরাসরি চা/কফির পাত্রে জল ভরতে দেখে আমি হতবাক। মনে রাখবেন, এটি সেই একই জল যা সাধারণত ট্রেনের টয়লেট ট্যাঙ্কে ব্যবহৃত হয়।"
advertisement
12/12
বিষয়টি ছড়িয়ে পড়তেই নজরে আসে আইআরসিটিসির। আইআরসিটিসি এক্স-হ্যান্ডেলে জবাব দিয়েছে। তারা লিখেছে, "স্যার, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দয়া করে আপনার মোবাইল নম্বরটি ডাইরেক্ট মেসেজের মাধ্যমে আমাদের জানান।" আইআরসিটিসি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে জানিয়েছে অতীতেও এই ধরনের ঘটনার ক্ষেত্রে রেল যথাযথ ব্যবস্থা নিয়েছে।