Delhi Weather Update:উধাও গরম! মে মাসে অকালশীত দিল্লি-সহ উত্তর ভারতে! আবহাওয়ার উলটপুরাণে চক্ষু চড়কগাছ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Delhi Weather Update: মে মাসের ঘোর বৈশাখেও শীতের অনুভূতি দিল্লি-সহ উত্তর ভারতে শীতের আমেজ
advertisement
1/7

আবহাওয়ার খামখেয়ালিপনায় এ বার অকালবসন্তের মতো হাজির অকালশীত। মে মাসের ঘোর বৈশাখেও শীতের অনুভূতি দিল্লি-সহ উত্তর ভারতে শীতের আমেজ। সৌজন্যে বর্ষণ ও শিলাবৃষ্টি।
advertisement
2/7
গত ৪০ বছরে দিল্লিতে শীতলতম রাত অনুভূত হয়েছে। বুধবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৪০ বছরে রেকর্ড।
advertisement
3/7
এর আগে দিল্লিতে ১৯৮২ সালের ২ মে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানীর পাশাপাশি উত্তর ভারতের অধিকাংশ শহরের নীল আকাশে সাদা মেঘের ভেলা। সঙ্গে মৃদুমন্দ বাতাস।
advertisement
4/7
উত্তর ভারতের শহরগুলিতে গত কয়েক দিন ৩৭ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকছে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
5/7
অস্বাভাবিক হলেও আবহাওয়ার এই উলটপুরাণ অসম্ভব নয়। জানিয়েছেন আবহবিজ্ঞানী রাজেন্দ্র কুমার। বহু বছরের মধ্যে এক আধবার হলেও এই ধরনের বিপরীত আবহাওয়ার ছবি ধরা পড়ে আঞ্চলিক ভাবে।
advertisement
6/7
গত ২৬ এপ্রিল হিমালয় সংলগ্ন অংশে আঘাত করে পশ্চিমী ঝঞ্ঝা। ভূমধ্যসাগরে তৈরি হওয়া এই পশ্চিমী ঝঞ্ঝার ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
7/7
শীতকালের সেই পশ্চিমী ঝঞ্ঝা অসময়ে তৈরি হয়েই দেখা দিয়েছে অন্যরকম অবস্থা। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল ও সমতলে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়েছে।