Daringbadi Tour: পুরীর খুব কাছেই রয়েছে অচেনা পাহাড়ঘেরা 'কাশ্মীর', পা রাখলেই চমকে যাবেন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Daringbadi Tour: একটি জায়গা রয়েছে যাকে বলা হয় ওড়িশার কাশ্মীর। শীতকালে এখানে বরফ পড়ে বলে দাবি করা হয়
advertisement
1/10

বাঙালির প্রিয় ঘুরতে যাওয়া জায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে পুরী। বছরভর প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন। পুরীর সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দির, চিল্কা, নন্দন কানন, ধবলগিরি, উদয়গিরি, কোণারক-ও ঘুরতে যাওয়ার জায়গাগুলির মধ্যে প্রথম দিকে আসে। (প্রতীকী ছবি)
advertisement
2/10
কিন্তু আরও একটি জায়গা রয়েছে যাকে বলা হয় ওড়িশার কাশ্মীর। বলা হয়, শীতকালে এখানে বরফ পড়ে বলে দাবি করা হয়। শীতের সময়ে প্রবল ঠাণ্ডা পড়ে এই এলাকায়। তাপমাত্রা কখনও কখনও মাইনাস ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/10
ফলে পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে, যে কেউ দারিংবাড়ি ঘুরে আসতে পারেন। তার জন্য বিভিন্ন রুট রয়েছে। তবে সরাসরি দারিংবাড়ি ঘুরতে যাওয়ার কোনও ট্রেন পরিষেবা নেই। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/10
পুরী থেকে কিংবা হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। সেখান থেকে দারিংবাড়ি যাওয়ার দূরত্ব ২৫১ কিলোমিটার। প্রচুর প্রাইভেট গাড়ি দারিংবাড়ি যায়।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/10
এর পাশাপাশি বেরামপুর থেকেও যাওয়া যায়। এখান থেকে দারিংবাড়ির দূরত্ব ১২০ কিলোমিটার। প্রাইভেট গাড়িতে দারিংবাড়ি সহজেই যাওয়া যায়।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/10
অনলাইনে দারিংবাড়ি যাওয়ার বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। দর্শনীয় স্থানগুলির মধ্যে হিল ভিউ পার্ক, কথি বাগিচা, লাভার্স পয়েন্ট, পাইন ফরেস্ট, ডোকরা।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/10
এর পাশাপাশি রয়েছে মড়ুবান্দা জলপ্রপাত, পুতুদি জলপ্রপাত, লুদু জলপ্রপাত, দুলুরি নদী, বেলঘর অভয়ারণ্যের মতো দর্শনীয় স্থানগুলিতেও প্রচুর পর্যটক ভিড় করেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/10
তবে কাশ্মীরের মতো এখানে বরফ কিন্তু ওতো থাকে না। শীতকালে ভোরবেলায় মাঝে মধ্যে খুবই কম পরিমাণে বরফ পড়ে। আর তা ঘিরে আনন্দে মেতে ওঠেন পর্যটকেরা।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/10
মূলত ডিসেম্বর এবং জানুযারি মাসেই পর্যটকদের ভিড় বেশি থাকে। বরফের জন্য দারিংবাড়িকে ওড়িশার কাশ্মীর বলা হয়ে থাকে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
10/10
থাকার জন্য এখানে প্রচুর রিসর্ট এবং হোটেল রয়েছে। ফলে পর্যটকদের থাকার কোনও সমস্যাও হয় না।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)