‘নিসর্গ’ চলে গিয়েছে, এখন ত্রাণ পৌঁছতে আর জীবন স্বাভাবিক করতে লড়ছে NDRF
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবারই এনডিআরএফ-এর টিম সবমিলিয়ে প্রায় ৪৭৮টি গাছ, ৭৮টি ইলেকট্রিক পোল এবং ১৭০ কিলোমিটারের বেশি রাস্তা পরিষ্কার করেন ৷
advertisement
1/5

মুম্বইয়ে ঘূর্ণিঝড় এক বিরল ঘটনা। শেষবার দেখা গিয়েছিল ১৩৮ বছর আগে, ১৮৮২ সালে। তারপর এবার।
advertisement
2/5
আবারও সেই বুধবার। আবারও এক ঘূর্ণিঝড়। ২০ মে আমফানের পর ৩ জুন নিসর্গ। আমফান তছনছ করেছে পশ্চিমবঙ্গকে। বুধবার দুপুর একটা নাগাদ, নিসর্গ আছড়ে পড়ে মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা আলিবাগে ৷ সাইক্লোনের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার ৷
advertisement
3/5
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রচুর জায়গায় গাছ পড়ে যায় ৷ যার ফলে হয় রাস্তা ব্লকও ৷ বৃহস্পতিবার সেই সমস্ত জায়গায় গাছ কাটা এবং রাস্তা সাফাইয়ের কাজে নেমে পড়েন উদ্ধারকারীরা ৷
advertisement
4/5
আলিবাগ থেকে মুরুদ, মানগাঁও থেকে শ্রীবর্ধন এবং হরিহরেশ্বর, শ্রীবর্ধন থেকে দিবেগড়, আলিবাগ থেকে রোহার মতো রাস্তাগুলি ঝড়ে গাছ পড়ে ব্লক হয় ৷ সেই রাস্তাগুলি স্বাভাবিক করার কাজে নেমে পড়ে এনডিআরএফ-এর টিম ৷
advertisement
5/5
বৃহস্পতিবারই এনডিআরএফ-এর সদস্যরা প্রায় ৪৭৮টি গাছ, ৭৮টি ইলেকট্রিক পোল এবং ১৭০ কিমি-র বেশি রাস্তা পরিষ্কার করেন ৷