TRENDING:

Cyclone Biparjoy Update: হঠাৎ বাঁকবদল করবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ১৫-এ লাল সতর্কতা, দেখুন আপডেট

Last Updated:
Cyclone Biparjoy Update: এই ঘূর্ণিঝড়ের গতি হবে ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার , গাস্টিং হবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷
advertisement
1/6
হঠাৎ বাঁকবদল করবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ১৫-এ লাল সতর্কতা, দেখুন আপডেট
আরব সাগরে ঘণীভূত হওয়া বিপর্যয় আপাতত অবস্থান করছে আরব সাগরে৷ ভারতের মৌসম ভবন আইএমডি-এর ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় আপাত ভাবে উত্তর দিকে সরলেও ১৪-১৫ তারিখে এটির হঠাৎ দিশা পরিবর্তন হবে৷
advertisement
2/6
তার পর এটি স্থলভাবে আছড়ে পড়বে ১৫ জুন৷ তিনি জানিয়েছেন, স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতি হবে ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার , গাস্টিং হবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷
advertisement
3/6
এই কারণে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা তিনি করছেন৷ ‘সাইক্লোন ম্যান’- নামে পরিচিত মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘এর ফলে কাঁচা বাড়ি, টিন বা অন্য কোনও পলকা ছাউনির ভয়ানক ক্ষতি হতে পারে৷ সেই কারণেই ঝড়ের সময়ে সকলকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে৷’
advertisement
4/6
পাশাপাশি তিনি বলেছেন, ‘এই দুুর্যোগের কারণে আপাতত ১৪ জুন অরেঞ্জ অ্যালার্ট ও ১৫ জুন রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ সেই সময়ে হাওয়ার গতি থাকবে ১৫০ কিলোমিটারের কাছাকাছি, সঙ্গে বৃষ্টিও চলবে৷’
advertisement
5/6
তিনি বলেছেন, ‘১৪ তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে৷ সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় এই বৃষ্টি হবে৷ ১৫ তারিখ অতিভারী বৃষ্টি হবে৷ সেই কারণে এই স্বল্প বৃষ্টির এলাকাগুলিতে বন্যার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে৷’
advertisement
6/6
তাঁর মতে, সাইক্লোন বা ঘূর্ণিঝড় যখন আঘাত হানে, তখন সমুদ্রে বড়-বড় ঢেউ উঠতে দেখা দেয়৷ এটির উচ্চতা দু’-তিন মিটারের কাছাকাছি৷ স্বাভাবিক তিন থেকে ছ’মিটারের উপর এই দু’-তিন মিটার বেশি ঢেউ উঠবে৷’
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Biparjoy Update: হঠাৎ বাঁকবদল করবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ১৫-এ লাল সতর্কতা, দেখুন আপডেট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল