Crocodile Fish: জালে উঠে এল আজব প্রাণী! মাছ না কুমির? শোরগোল ধানবাদে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Crocodile Fish: এমনই এক প্রাণীকে দেখে চোখ কপালে এলাকার মানুষের। নেটমাধ্যমেও ছড়িয়ে পরে এই ছবি।
advertisement
1/7

আশ্চর্য প্রাণী দেখে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এবার এমনই ঝড় তুলেছে এক নতুন প্রাণীর আবির্ভাব। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে। সেখানেই একটি মাছ ধরা পড়েছে, যা দেখে সবাই অবাক।
advertisement
2/7
প্রকৃতপক্ষে, এই প্রাণীর দেহ, যা দেখতে মাছের মতো, কিন্তু মাথাটি মাছ নয় বরং কুমিরের মতো দেখতে। শরীরে ফুটে ওঠা ডোরাগুলোও কুমিরের মতো।
advertisement
3/7
গায়ে মাছের মতো শরীর হলেও সবমিলিয়ে আশ্চর্যজনক দেখতে প্রাণীটি। আর এমনই এক প্রাণীকে দেখে চোখ কপালে এলাকার মানুষের। এটাই এখন সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
4/7
ধানবাদের গোবিন্দপুর ব্লকের অমরপুর পঞ্চায়েতের আমলতাদ গ্রামে জেলেরা প্রতিদিনের মতো মাছ ধরছিলেন। সেই সময়ে, মাছের মতো দেখতে এই অদ্ভুত প্রাণী জেলেদের জালে ধরা পড়ে।
advertisement
5/7
এই অদ্ভুত প্রাণীটিকে জাল থেকে মাছ হিসেবে বের করে আনলে সকলে বিস্ময়ে অবাক হয়ে যান। উপস্থিত মৎস্যজীবীরা দেখেন যে এই প্রাণীর দেহ মাছের কিন্তু মাথাটি কুমিরের।
advertisement
6/7
মৎস্যজীবীরা এই ঘটনাটি নিকটবর্তী গ্রামের লোকদের জানান। শীঘ্রই এই খবর পুরো এলাকায় দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। দূর -দূরান্ত থেকে মানুষ আসছে এই অদ্ভুত দর্শন প্রাণীটিকে দেখতে।
advertisement
7/7
স্থানীয় গ্রামবাসী এবং আশেপাশের অন্যান্য লোকেরা বলছেন যে তারা আজ পর্যন্ত এমন মাছ কখনও দেখেনি। এই অদ্ভুত মাছ নিয়ে গ্রামবাসীদের মধ্যে নানা আলোচনা চলছে। দূর -দূরান্ত থেকে মানুষ আসছে এই মাছ দেখতে। স্থানীয় গ্রামবাসীরা এই অদ্ভুত প্রাণীর নাম দিয়েছে কুমির মাছ (Crocodile Fish)।