CPIM: এ কার জমিতে রাজ্য সদর দফতর বানিয়েছে CPIM! বিস্ফোরক অভিযোগ ইসরো বিজ্ঞানীর, CPIM-কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
CPIM: ইসরোর বিজ্ঞানী বিন্দুর অভিযোগ, ওই জমির ৩২ শতক অংশের মালিক তিনি। অথচ সেই সম্পত্তি থেকে তিনি ৬ বছর ধরে বঞ্চিত হচ্ছেন।
advertisement
1/5

জমি সংক্রান্ত মামলায় কেরলের শাসক দল সিপিএমকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। তিরুবনন্তপুরমে সিপিএমের রাজ্য সদর দফতর, একেজি ভবন যে জমিতে তৈরি হয়েছে, সেটি নিয়েই জটিলতা চরমে উঠেছে।
advertisement
2/5
ইসরোর বিজ্ঞানী বিন্দুর অভিযোগ, ওই জমির ৩২ শতক অংশের মালিক তিনি। অথচ সেই সম্পত্তি থেকে তিনি ৬ বছর ধরে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে গত বছরের ডিসেম্বরেই কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা বিজ্ঞানী। কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়।
advertisement
3/5
এরপর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন তিনি। শীর্ষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। তবে, সিপিএমকে এই নিয়ে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে।
advertisement
4/5
সূত্রের খবর, ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পারায় একটি পরিবারের ছ’টি জমি বাজেয়াপ্ত করে পরবর্তীতে নিলামে তোলা হয়। বিন্দুর দাবি, সঠিক পদ্ধতিতে ও স্বচ্ছভাবে হয়নি সেই নিলাম। ছ’টি জমির মধ্যে তাঁর জমিও ছিল। সেটিকেও নিলামে তুলে দেয় সরকার।
advertisement
5/5
যে জমিটিতে সিপিএমের পার্টি অফিস তৈরি হয়েছে, সেই জমিটি আসলে তাঁর। ওই মামলার প্রেক্ষিতেই কেরল সিপিএমকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। সিপিআইএম-এর একাংশ বলছে, সুপ্রিম কোর্ট যাই নির্দেশ দিক, এই ধরনের অভিযোগে দলের ভাবমূর্তিই আঘাতপ্রাপ্ত হচ্ছে।