TRENDING:

Couple Missing in Meghalaya: স্বামীকে নৃশংস হত্যা, স্ত্রী-কে বাঁচিয়ে রাখা হয়েছে এখনও? অপেক্ষা করা হচ্ছে 'নির্দিষ্ট' দিনের! মেঘালয় কাণ্ডে ভয়াবহ আশঙ্কা সামনে এল

Last Updated:
Couple Missing in Meghalaya: স্ত্রী সোনমের সঙ্গে মধুচন্দ্রিমা উদযাপন করতে শিলং গিয়েছিলেন ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশী।
advertisement
1/11
স্বামীকে নৃশংস হত্যা,স্ত্রী-কে বাঁচিয়ে রাখা হয়েছে এখনও?অপেক্ষা করা হচ্ছে 'নির্দিষ্ট' দিনের
মধ্যপ্রদেশের ইনদওর থেকে মেঘালয়ে হানিমুনে গিয়ে জীবনটাই শেষ হয়ে গিয়েছে এক দম্পতির৷ স্বামীর দেহ উদ্ধার হলেও মেয়েটিকে এখনও পাওয়া যায়নি৷ ইস্ট খাসি হিলস পুলিশ সোনমের দেহের খোঁজ করলেও, এখনও ঘরের মেয়েকে জীবিত ঘরে ফেরানোর আশায় বুক বেঁধে রয়েছে রাজা এবং সোনমের পরিবার৷
advertisement
2/11
স্ত্রী সোনমের সঙ্গে মধুচন্দ্রিমা উদযাপন করতে শিলং গিয়েছিলেন ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশী। শিলং যাওয়ার আগে তাঁরা মা কামাখ্যার দর্শনও করেছিলেন। কথিত আছে যে, মা কামাখ্যার মন্দির তান্ত্রিকদের জন্য একটি সিদ্ধপীঠ। তন্ত্র সিদ্ধি অর্জনের জন্য সারা দেশ থেকে তান্ত্রিকরা সেখানে পৌঁছন।
advertisement
3/11
আশঙ্কা করা হচ্ছে যে, এই নববিবাহিত দম্পতিকে কোনও তান্ত্রিক সম্মোহিত করেছিল এবং তাদের নিয়ে গিয়ে রাজার উদ্দেশ্যে বলি দেওয়া হয়। এক্ষেত্রে বলা হচ্ছে, সোনমকে বলি দেওয়ার জন্য কোনও বিশেষ তারিখের অপেক্ষা করা হচ্ছে। এখন দেখার বিষয় হল শিলং পুলিশ এই পুরো মামলার তদন্ত কীভাবে এগিয়ে নিয়ে যায়।
advertisement
4/11
মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় রাজার। স্ত্রী সোনম এখনও নিখোঁজ। সোনমের ভাই গোবিন্দ রঘুবংশী বোনের খোঁজে শিলংয়ে আছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গোবিন্দ বলেছিলেন যে, তার বোন এবং বোনের বর মা কামাখ্যা দেবীর দর্শনে অসমে এসেছিলেন। কিন্তু পরিবার জানে না, তারা হঠাৎ সেখান থেকে কীভাবে শিলং আসার পরিকল্পনা করেন। গোবিন্দ জানান যে, যখন তার বোন এবং শ্যালক মা কামাখ্যা দেবীর দর্শনে যাচ্ছিলেন, তখন কেউ তাদের শিলং যেতে বলেছিল।
advertisement
5/11
ইন্দোরের বিখ্যাত জ্যোতিষী যুগল শর্মার কথায়, "মা কামাখ্যা তান্ত্রিকদের প্রধান শক্তিপীঠ । সম্ভবত নববিবাহিত দম্পতিকে কোনও তান্ত্রিক সম্মোহিত করেছিলেন এবং তারপরে তারা শিলং চলে যান । নববিবাহিত দম্পতিদের তন্ত্র রীতিতে প্রচুর ব্যবহার করা হয়। যদি কোনও তান্ত্রিক যে কোনও নববিবাহিত দম্পতিকে নিঁখুত করতে পারে তবে সে প্রচুর তন্ত্র শক্তি অর্জন করতে পারে। সম্ভবত এই কারণেই, একজন নিখুঁত তান্ত্রিক নববিবাহিত দম্পতিকে বশ করে রাজাকে হত্যা করে এবং সোনমকে বন্দি করেছে।
advertisement
6/11
সোনমকে গরু খোঁজা খুঁজছে মেঘালয় পুলিশ৷ এবার পিন পয়েন্ট করা গিয়েছে, ঠিক কোন সময়ে হামলা চালানো হয়েছিল ওই দম্পতির উপরে৷ জিপিএস এবং ফোন রেকর্ডিং, এই দু’টো তথ্য দু’য়ে দু’য়ে চার করে জানা গিয়েছে ওই তথ্য৷
advertisement
7/11
গত ২২ মে ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম হানিমুনের জন্য শিলংয়ে যান। সেখান থেকে সোহরার একটি হোম স্টেতে চেক-ইন করেন৷ ২৩ মে সোহরার ওয়াইসেদং ঝরনা দেখতে যান৷ ওই এলাকায় একটি স্কুটি ভাড়া করেছিল ওই দম্পতি৷ সেই স্কুটির জিপিএস দেখেই জানা গিয়েছে তাদের শেষ যাতায়াতের পথ এবং লোকেশন৷
advertisement
8/11
২৩ মে রাজার অ্যাক্টিভার জিপিএস লোকেশন জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। যার ফলে পরিষ্কার হয়েছে গোটা ঘটনার টাইমলাইন৷
advertisement
9/11
দুপুর ২টায় স্কুটি থেমে যায়: তদন্তে জানা গিয়েছে, ২৩ মে দুপুর ২টোর সময় রাজার অ্যাক্টিভা থেমে গিয়েছিল। তার মানে তখনই রাস্তায় স্কুটি দাঁড় করিয়ে ওরা ঝরনা দেখতে জঙ্গলে ট্রেক করতে শুরু করেছিল৷ এক্ষেত্রে ফোন কলের সময়টাও গুরুত্বপূর্ণ। সোনম তাঁর শাশুড়ির সাথে কথা বলেছিল দুপুর ১২:৩৭ মিনিটে। কথা হয়েছিল ২ মিনিট ৪ সেকেন্ড। সেই ফোন কলে সোনম জানিয়েছিল তাঁরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে৷
advertisement
10/11
দুপুর ১:১৩ মিনিট নাগাদ রাজা তাঁর মায়ের সাথে ২ মিনিট ১৮ সেকেন্ড কথা বলেছিলেন। সেটাই ছেলের সঙ্গে মায়েরা শেষ কথা৷ পরিবার জানিয়েছে, সেই সময় পাহাড় থেকে ফেরার কথা জানিয়েছিল রাজা৷ এই ফোন কলের পরে আর রাজা বা সোনম কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি৷
advertisement
11/11
স্কুটারের জিপিএস ডেটা এবং কল ডিটেইলসের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে সোনম এবং রাজাকে কেউ মাঝপথে থামিয়ে হামলা চালিয়েছে। পরিবারের সদস্যেরা মনে করছেন, নবদম্পতি হওয়ায় রাজা এবং সোনম দু’জনের গতিবিধির উপরে আগে থেকেই নজর রাখা হচ্ছিল৷ এই আক্রমণ ছিল পরিকল্পিত।
বাংলা খবর/ছবি/দেশ/
Couple Missing in Meghalaya: স্বামীকে নৃশংস হত্যা, স্ত্রী-কে বাঁচিয়ে রাখা হয়েছে এখনও? অপেক্ষা করা হচ্ছে 'নির্দিষ্ট' দিনের! মেঘালয় কাণ্ডে ভয়াবহ আশঙ্কা সামনে এল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল