Cooking Gas Price: ১০ শতাংশ কমতে চলেছে রান্নার গ্যাসের দাম! নতুন ফর্মুলা আনছে কেন্দ্র, ফিরবে কি স্বস্তি!
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভায় জানিয়েছেন, পুরানো খনি থেকে উৎপাদিত প্রাকৃতিক গ্যাস, যা এপিএম গ্যাস নামে পরিচিত, তা থেকে উৎপাদিত যাবতীয় জ্বালানির দাম ঠিক হবে আমদানিকৃত অশোধিত তেলের দামের নিরিখে।
advertisement
1/5

কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বদ্ধপরিকর ভারত। এবার দেশকে দূষণহীন জ্বালানি নির্ভর অর্থনীতি হিসেবে গড়তে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের ফর্মুলায় আনা হল বড়সড় বদল। কিন্তু, তাতে মধ্যবিত্তের কতটা লাভ, কতটা লোকসান, সেটাই বোঝার চেষ্টা করব আমরা৷
advertisement
2/5
কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের জন্য একটি নতুন ফর্মুলার অনুমোদন করেছে৷ তাতে সিএনজি এবং পাইপযুক্ত রান্নার গ্যাসের দাম ১০ শতাংশ কমতে পারবে বলে আশা করা হচ্ছে৷
advertisement
3/5
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভায় জানিয়েছেন, পুরানো খনি থেকে উৎপাদিত প্রাকৃতিক গ্যাস, যা এপিএম গ্যাস নামে পরিচিত, তা থেকে উৎপাদিত যাবতীয় জ্বালানির দাম ঠিক হবে আমদানিকৃত অশোধিত তেলের দামের নিরিখে।
advertisement
4/5
এই সিদ্ধান্তের পর, দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৭৯.৫৬ টাকা থেকে ৭৩.৫৯ টাকা এবং পিএনজির দাম ৫৩.৫৯ টাকা প্রতি হাজার ঘনমিটার থেকে কমিয়ে ৪৭.৫৯ টাকা করা হবে। মুম্বাইয়ে, সিএনজি প্রতি কেজি ৮৭ টাকার পরিবর্তে ৭৯ টাকা এবং পিএনজি প্রতি ৫৪ টাকার পরিবর্তে ৪৯ টাকা প্রতি কেজি হবে।
advertisement
5/5
জ্বালানিমন্ত্রী হরদীপ পুরী ট্যুইটে দাবি করেছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষার্থেই সরকারের এই পদক্ষেপ করেছে। মন্ত্রী ট্যুইট বার্তায় লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধিত গার্হস্থ্য গ্যাস মূল্য নির্দেশিকা অনুমোদন করেছে। এর ফলে ভারতে গ্যাসের দামের উপরে আন্তর্জাতিক গ্যাসের দামের প্রভাব কমেছে। তাতে উপভোক্তাদের স্বার্থ রক্ষা হবে।' বর্তমানে সরকার বছরে দুবার অভ্যন্তরীণভাবে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ করে। এই গ্যাসটি অটোমোবাইলের জন্য সিএনজি তৈরির জন্য ব্যবহার করা হয়, রান্নার উদ্দেশ্যে পরিবারের মধ্যে পাইপ দিয়ে, এবং বিদ্যুৎ উৎপাদন ও সার উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। সরকারের দাবি, নতুন ফর্মুলা কার্যকর হলে পিএনজি ও সিএনজি-র দাম সস্তা হবে। এর ফলে গৃহস্থালির গ্রাহকরা আরও স্থিতিশীল মূল্যে গ্যাস পাবেন।