advertisement
1/8

শুভ অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে গেল উত্তরাখণ্ডের চার ধাম যাত্রা ৷ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনের জন্য ইতিমধ্যেই ভক্তরা শুরু করেছেন যাত্রা ৷ মঙ্গলবার দুপুর ১.১৫ নাগাদ খোলা হবে কেদারনাথ মন্দিরের দরজা ৷
advertisement
2/8
অক্ষয় তৃতীয়া উপলক্ষে ৭ মে থেকে শুরু হল চারধাম যাত্রা। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী বরফ পরিষ্কার করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে (Image: Uttarakhand State Disaster Response Force)
advertisement
3/8
৭মে ভোর 0৫:৩৫ টায় খুলে যাবে কেদারনাথ মন্দির । প্রতি বছরই শীতের সময় প্রায় ছয় মাসের জন্য কেদার, বদ্রী, গঙ্গোত্রী ও যমুনোত্রী—এই চারধাম বন্ধ রাখা হয়। (Image: Uttarakhand State Disaster Response Force)
advertisement
4/8
এপ্রিল-মে মাসে ফের তা তীর্থযাত্রীদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। (Image: Uttarakhand State Disaster Response Force)
advertisement
5/8
রুদ্রপ্রয়াগ থেকে ৮৬ কিলোমিটার দূরে, গুপ্তকাশী জেলায় অবস্থিত কেদারনাথ। (Image: Uttarakhand State Disaster Response Force)
advertisement
6/8
একাধিক পাহাড় পেরিয়ে, কখনও চোখজুড়োনো সবুজ, কখনও উষ্ণ ঝরনার স্রোত আর সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে কেদারনাথ পৌঁছনো যায়। (Image: Uttarakhand State Disaster Response Force)
advertisement
7/8
শিবের ১২টি জ্যোর্তিলিঙ্গের মধ্যে কেদারনাথ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এখানে আপনি দেখবেন ভৈরব মন্দির, মহাপন্থ। (Image: Uttarakhand State Disaster Response Force)
advertisement
8/8
তাদের ওপর রয়েছে সাতোপন্থ—যার সম্পর্কে বলা হয় স্বর্গে যাওয়ার প্রবেশদ্বার। (Image: Uttarakhand State Disaster Response Force)