Chandrayaan-3 Launch: সফল উড়ান! কক্ষপথে পৌঁছে দিচ্ছে ‘বাহুবলী’ রকেট, চাঁদের মাটি থেকে এবার উঠবে সেলফি-ও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কারণ, ‘বিক্রম’ ল্যান্ডার এবং ‘প্রজ্ঞান’ রোভারের উপরে রয়েছে জাতীয় পতাকার ছাপ ( Indian robots Vikram and Pragyaan carry imprints of India's tricolour) আর রয়েছে, ক্যামেরা৷ চন্দ্রপৃষ্ঠে পৌঁছেই যে ক্যামেরায় ‘বিক্রম’এবং ‘প্রজ্ঞান’ ছবি উঠবে৷ সোশ্যাল মিডিয়ায়র জমানায় কিন্তু এটা বেশ বড় ব্যাপার৷
advertisement
1/11

১৪ জুলাই৷ সময় ঠিক ২টো বেজে ৩৫ মিনিট৷ ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল আরও এক সুবর্ণ সময়৷ চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩৷ হল সফল উৎক্ষেপণ৷
advertisement
2/11
শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। ৪০ দিন পরে আগামী ২৩-২৪ অগাস্ট নাগাদ চাঁদের বুকে নামার কথা এই চন্দ্রযানের৷ উৎক্ষেপণের সময় স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞানও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং৷ চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহ৷
advertisement
3/11
এই চন্দ্রযানের কেন্দ্রে রয়েছে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট the Launch Vehicle Mark III (LVM3) অর্থাৎ, এলভিএম-৩৷ এই রকেটকে ভারতীয় রকেটের ‘বাহুবলী’ও বলা হয়৷ এই ষষ্ঠ বার এই রকেটের উঞক্ষেপণ করা হয়৷ যার সাফল্যের হার শতকরা ১০০ শতাংশ৷
advertisement
4/11
এটির জ্বালানি ব্যবস্থা দ্বি-স্তর বিশিষ্ট৷ একটি কঠিন জ্বালানি এবং অপরটি তরল জ্বালানি। কঠিন জ্বালানি ১২৭ সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি। তা ২০৩ সেকেন্ড ধরে রকেটটি চালনা করে বলে জানা যায়।
advertisement
5/11
চন্দ্রযান -৩ -এ ল্যান্ডার, রোভার এবং একটি প্রোপালশন মডিউল রয়েছে৷ যার ওজন ৩ হাজার ৯০০ কেজি৷ প্রোপালশন মডিউলের ওজন ২ হাজার ১৪৮ কেজি৷ ল্যান্ডার মডিউলটি ১ হাজার ৭৫২ কেজি ওজনের৷ চাঁদের কক্ষের ১০০ কিমির ভিতরে প্রপালশন মডিউল ল্যান্ডারকে বহন করে নিয়ে যাবে৷
advertisement
6/11
রোভারের ওজন ২৬ কিলো, যা চন্দ্রযান ২-র প্রজ্ঞান রোভারের সমান ওজনের৷ কিন্তু এতে ল্যান্ডিংয়ের সময়ে সুরক্ষার বিষয়ে বাড়তি জোর দেওয়া হয়েছে৷
advertisement
7/11
প্রপালশন মডিউল থেকে ৭৫৮ ওয়াট পাওয়ার জেনারেট হবে৷ ল্যান্ডার মডিউল থেকে ৭৩৮ ওয়াট, রোভারে হবে ৫০ ওয়াট৷
advertisement
8/11
চন্দ্রায়ন -৩, ভারতের চাঁদে তৃতীয় অভিযান, চাঁদে ২৩-২৪ তারিখে এটি ল্যান্ড করবে৷ এস সোমনাথ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন -র প্রধান জানিয়েছিলেন ২০২৩-র ১৪ জুলাই এই লঞ্চ হবে৷
advertisement
9/11
২০০৮ সালে ভারত প্রথম চন্দ্রযান ১ চাঁদে পাঠায়৷ চন্দ্রযান ১ এর মাধম্যে জানা যায়, চাঁদেও রয়েছে জলকণা৷ ২০১৯ সালে ফের চন্দ্রযান-২ এরও সফর উৎক্ষেপণ হয়৷ এটির মধ্যে একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি রোভার ছিল৷ তবে অরবিটার এখনও সফল ভাবে চাঁদকে প্রদক্ষিণ করে গেলেও, অবতরণের কয়েক মিনিট আগে ‘বিক্রম’ ল্যান্ডার এবং ‘প্রজ্ঞান’ রোভার চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে৷
advertisement
10/11
ইসরোর প্রাক্তন প্রধান কে শিভন জানিয়েছেন চন্দ্রযান ৩ -র কাজ হবে চাঁদের জিওলজি এবং পৃথিবীর উৎপত্তির বিষয়ে নানা বিষয়ে জানা৷ চন্দ্রযান-৩ যদি সফল হয়, তাহলে চাঁদের মাটি থেকে প্রথম সেলফি তোলা সম্ভব হবে৷ কিন্তু কী ভাবে?
advertisement
11/11
কারণ,‘বিক্রম’ ল্যান্ডার এবং ‘প্রজ্ঞান’ রোভারের উপরে রয়েছে জাতীয় পতাকার ছাপ ( Indian robots Vikram and Pragyaan carry imprints of India's tricolour) আর রয়েছে, ক্যামেরা৷ চন্দ্রপৃষ্ঠে পৌঁছেই যে ক্যামেরায় ‘বিক্রম’এবং ‘প্রজ্ঞান’ ছবি উঠবে৷ সোশ্যাল মিডিয়ায়র জমানায় কিন্তু এটা বেশ বড় ব্যাপার৷