বাবা বেঁচে থাকতে কি ছেলে-মেয়ে তাঁর সম্পত্তি দাবি করতে পারে? জানুন ভারতের আইন কী বলছে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Ancestral Property Law: সম্পত্তির প্রতি মোহ অনেকেরই থাকে। কিন্তু বাবা জীবিত থাকতে তাঁর সম্পত্তি হাতানোর চেষ্টা করে থাকেন বহু পুত্র ও কন্যাসন্তান। এই ভাবে সম্পত্তির দাবিদার হওয়া কি সম্ভব? ভারতের আইন কী বলছে? জেনে নিন।
advertisement
1/9

বাবার মৃত্যুর পর সম্পত্তি কার হবে ছেলের, না মেয়ের? এই প্রশ্নে আজও বহু পরিবারে তুমুল ঝামেলা শুরু হয়। অথচ আইন কিন্তু অনেক আগে থেকেই বলছে ছেলে ও মেয়ে সমানভাবে বাবার সম্পত্তির ভাগীদার। তবু, কে কী দাবি করতে পারে, কখন করতে পারে, কী করতে হবে—এই সব না জানার জন্য বহু মানুষ ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হন।
advertisement
2/9
প্রথমে বুঝে নিই ‘সম্পত্তি’ বলতে কী বোঝায়? ভারতে আইন অনুযায়ী, বাবার সম্পত্তি দুই রকমের হতে পারে: ১. পৈতৃক সম্পত্তি (Ancestral Property) এটা সেই সম্পত্তি যা চার প্রজন্ম ধরে ভাগ না করে চলে এসেছে। যেমন—দাদুর থেকে বাবার, বাবার থেকে সন্তানের। ➡️ ছেলে ও মেয়ে উভয়েই জন্মসূত্রে এই সম্পত্তির অংশীদার। ➡️ ২০০৫ সালের আগে মেয়েদের পৈতৃক সম্পত্তিতে কোনও দাবি ছিল না। ➡️ ২০০৫ সালের পর থেকে আইন বদলেছে—মেয়েরাও ছেলেদের মতোই সমান অংশীদার।
advertisement
3/9
২. স্বঅর্জিত সম্পত্তি (Self-Acquired Property) যে সম্পত্তি বাবা নিজে উপার্জন করেছেন চাকরি করে, ব্যবসা করে, বা উপহার/উইলের মাধ্যমে পেয়েছেন। ➡️ বাবা জীবিত থাকলে, কেউই সেই সম্পত্তিতে দাবি জানাতে পারে না। ➡️ বাবা মারা গেলে, যদি উইল না থাকে, তাহলে ছেলে-মেয়ে উভয়েই সমানভাবে উত্তরাধিকারী। ➡️ যদি উইল থাকে, তাহলে সম্পত্তি বাবার ইচ্ছেমতো ভাগ হবে চাইলেই কাউকে বাদ দিতে পারেন।
advertisement
4/9
আইন কী বলে? Hindu Succession Act, 1956 ও এর 2005 সালের সংশোধন অনুযায়ী: স্বঅর্জিত সম্পত্তি → সম্পূর্ণ বাবার ব্যক্তিগত অধিকার পৈতৃক সম্পত্তি → ছেলে-মেয়ে উভয়ের যৌথ অধিকার (জন্মসূত্রে) বাবা চাইলে নিজের অর্জিত সম্পত্তি উইল করে যে কাউকে দিয়ে যেতে পারেন কারও প্রতি কোনও ন্যায্যতা দেখাতে বাধ্য নন, যতক্ষণ না সেটা প্রতারণামূলক হয়।
advertisement
5/9
দি ছেলে বা মেয়ে জোর করে সম্পত্তির ভাগ চায়? ➡️ সেটা আইন বিরুদ্ধ এবং অবৈধ চাপ প্রয়োগ হিসেবে ধরা পড়তে পারে ➡️ বাবা চাইলে ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন হয়রানি বা জবরদস্তির অভিযোগে ➡️ এমনকী, বাবা চাইলে ছেলের সম্পূর্ণ উত্তরাধিকার উইল মারফত বাতিল করে দিতে পারেন।
advertisement
6/9
✅ তাহলে কখন ছেলে মেয়ে সম্পত্তিতে দাবি করতে পারে? যদি সম্পত্তি পৈতৃক হয় → জন্মসূত্রেই ভাগ দাবি করতে পারেন। যদি বাবা মারা যান এবং উইল না থাকে → ছেলেও অন্যান্য উত্তরাধিকারীর সঙ্গে সমান ভাগ পাবেন। যদি উইলে নাম থাকে → উইলে বর্ণিত অংশ অনুযায়ী সম্পত্তি পাবেন।
advertisement
7/9
সম্পত্তি ভাগ হয় কীভাবে? দু’ভাবে: ১. উইলের ভিত্তিতে (Testamentary Succession) বাবা জীবদ্দশায় উইল করে গেলে সম্পত্তি ভাগ হয় উইলে লেখা ইচ্ছেমতো। ২. উইল না থাকলে (Intestate Succession) আইন অনুযায়ী সম্পত্তি Class I Heirs এর মধ্যে সমান ভাগে ভাগ হয়। বাবা জীবিত, সম্পত্তি স্বঅর্জিত ❌ না বাবা জীবিত, সম্পত্তি পৈতৃক ✅ হ্যাঁ বাবা মৃত, উইল নেই ✅ হ্যাঁ (আইনি ভাগ) বাবা মৃত, উইল আছে ✅/❌ উইল অনুযায়ী
advertisement
8/9
যদি বাবা উইল না করে মারা যান? তখন সম্পত্তি আইন অনুযায়ী ভাগ হবে, একে বলে Intestate Succession। Class I Heirs অর্থাৎ: স্ত্রী (বিধবা) ছেলে মেয়ে মা (বাবার মা) ➡️ এদের মধ্যে সমান ভাগে সম্পত্তি ভাগ হবে।
advertisement
9/9
আপনার সম্পত্তির অধিকার নিয়ে কোনও প্রশ্ন থাকলে, কোর্ট বা একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া শ্রেয়। কারণ, আইন আপনাকে সমান সুযোগ দিয়েছে, জানলে তবেই তো ন্যায্যটুকু আদায় করা যায়।