TRENDING:

বাবা বেঁচে থাকতে কি ছেলে-মেয়ে তাঁর সম্পত্তি দাবি করতে পারে? জানুন ভারতের আইন কী বলছে!

Last Updated:
Ancestral Property Law: সম্পত্তির প্রতি মোহ অনেকেরই থাকে। কিন্তু বাবা জীবিত থাকতে তাঁর সম্পত্তি হাতানোর চেষ্টা করে থাকেন বহু পুত্র ও কন্যাসন্তান। এই ভাবে সম্পত্তির দাবিদার হওয়া কি সম্ভব? ভারতের আইন কী বলছে? জেনে নিন।
advertisement
1/9
বাবা বেঁচে থাকতে কি ছেলে-মেয়ে তাঁর সম্পত্তি দাবি করতে পারে? জানুন ভারতের আইন কী বলছে!
বাবার মৃত্যুর পর সম্পত্তি কার হবে ছেলের, না মেয়ের? এই প্রশ্নে আজও বহু পরিবারে তুমুল ঝামেলা শুরু হয়। অথচ আইন কিন্তু অনেক আগে থেকেই বলছে ছেলে ও মেয়ে সমানভাবে বাবার সম্পত্তির ভাগীদার। তবু, কে কী দাবি করতে পারে, কখন করতে পারে, কী করতে হবে—এই সব না জানার জন্য বহু মানুষ ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হন।
advertisement
2/9
প্রথমে বুঝে নিই ‘সম্পত্তি’ বলতে কী বোঝায়? ভারতে আইন অনুযায়ী, বাবার সম্পত্তি দুই রকমের হতে পারে: ১. পৈতৃক সম্পত্তি (Ancestral Property) এটা সেই সম্পত্তি যা চার প্রজন্ম ধরে ভাগ না করে চলে এসেছে। যেমন—দাদুর থেকে বাবার, বাবার থেকে সন্তানের। ➡️ ছেলে ও মেয়ে উভয়েই জন্মসূত্রে এই সম্পত্তির অংশীদার। ➡️ ২০০৫ সালের আগে মেয়েদের পৈতৃক সম্পত্তিতে কোনও দাবি ছিল না। ➡️ ২০০৫ সালের পর থেকে আইন বদলেছে—মেয়েরাও ছেলেদের মতোই সমান অংশীদার।
advertisement
3/9
২. স্বঅর্জিত সম্পত্তি (Self-Acquired Property) যে সম্পত্তি বাবা নিজে উপার্জন করেছেন চাকরি করে, ব্যবসা করে, বা উপহার/উইলের মাধ্যমে পেয়েছেন। ➡️ বাবা জীবিত থাকলে, কেউই সেই সম্পত্তিতে দাবি জানাতে পারে না। ➡️ বাবা মারা গেলে, যদি উইল না থাকে, তাহলে ছেলে-মেয়ে উভয়েই সমানভাবে উত্তরাধিকারী। ➡️ যদি উইল থাকে, তাহলে সম্পত্তি বাবার ইচ্ছেমতো ভাগ হবে চাইলেই কাউকে বাদ দিতে পারেন।
advertisement
4/9
আইন কী বলে? Hindu Succession Act, 1956 ও এর 2005 সালের সংশোধন অনুযায়ী: স্বঅর্জিত সম্পত্তি → সম্পূর্ণ বাবার ব্যক্তিগত অধিকার পৈতৃক সম্পত্তি → ছেলে-মেয়ে উভয়ের যৌথ অধিকার (জন্মসূত্রে) বাবা চাইলে নিজের অর্জিত সম্পত্তি উইল করে যে কাউকে দিয়ে যেতে পারেন কারও প্রতি কোনও ন্যায্যতা দেখাতে বাধ্য নন, যতক্ষণ না সেটা প্রতারণামূলক হয়।
advertisement
5/9
দি ছেলে বা মেয়ে জোর করে সম্পত্তির ভাগ চায়? ➡️ সেটা আইন বিরুদ্ধ এবং অবৈধ চাপ প্রয়োগ হিসেবে ধরা পড়তে পারে ➡️ বাবা চাইলে ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন হয়রানি বা জবরদস্তির অভিযোগে ➡️ এমনকী, বাবা চাইলে ছেলের সম্পূর্ণ উত্তরাধিকার উইল মারফত বাতিল করে দিতে পারেন।
advertisement
6/9
✅ তাহলে কখন ছেলে মেয়ে সম্পত্তিতে দাবি করতে পারে? যদি সম্পত্তি পৈতৃক হয় → জন্মসূত্রেই ভাগ দাবি করতে পারেন। যদি বাবা মারা যান এবং উইল না থাকে → ছেলেও অন্যান্য উত্তরাধিকারীর সঙ্গে সমান ভাগ পাবেন। যদি উইলে নাম থাকে → উইলে বর্ণিত অংশ অনুযায়ী সম্পত্তি পাবেন।
advertisement
7/9
সম্পত্তি ভাগ হয় কীভাবে? দু’ভাবে: ১. উইলের ভিত্তিতে (Testamentary Succession) বাবা জীবদ্দশায় উইল করে গেলে সম্পত্তি ভাগ হয় উইলে লেখা ইচ্ছেমতো। ২. উইল না থাকলে (Intestate Succession) আইন অনুযায়ী সম্পত্তি Class I Heirs এর মধ্যে সমান ভাগে ভাগ হয়। বাবা জীবিত, সম্পত্তি স্বঅর্জিত ❌ না বাবা জীবিত, সম্পত্তি পৈতৃক ✅ হ্যাঁ বাবা মৃত, উইল নেই ✅ হ্যাঁ (আইনি ভাগ) বাবা মৃত, উইল আছে ✅/❌ উইল অনুযায়ী
advertisement
8/9
যদি বাবা উইল না করে মারা যান? তখন সম্পত্তি আইন অনুযায়ী ভাগ হবে, একে বলে Intestate Succession। Class I Heirs অর্থাৎ: স্ত্রী (বিধবা) ছেলে মেয়ে মা (বাবার মা) ➡️ এদের মধ্যে সমান ভাগে সম্পত্তি ভাগ হবে।
advertisement
9/9
আপনার সম্পত্তির অধিকার নিয়ে কোনও প্রশ্ন থাকলে, কোর্ট বা একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া শ্রেয়। কারণ, আইন আপনাকে সমান সুযোগ দিয়েছে, জানলে তবেই তো ন্যায্যটুকু আদায় করা যায়।
বাংলা খবর/ছবি/দেশ/
বাবা বেঁচে থাকতে কি ছেলে-মেয়ে তাঁর সম্পত্তি দাবি করতে পারে? জানুন ভারতের আইন কী বলছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল