বিয়ের রাতেই পালালেন কনের মা-ছেলের বাবা, খোঁজ মিলল ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
হপ্তা দুই আগের ঘটনা৷ ছেলে-মেয়ের বিয়ের তারিখ ঠিক হওয়ার পরেই কনের মা ও বরের বাবা পালিয়ে যান৷ খোঁজ খোঁজ৷ শেষ পর্যন্ত শ্বশুর, শাশুড়ির প্রেমের জেরে বিয়েটাও পিছিয়ে যায়৷ সমাজের চাপে তাঁরা ফিরে আসেন৷
advertisement
1/6

দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই ছিল৷ ছেলে-মেয়ের যখন বিয়ের কথা বার্তা চলছে, তখনই দুজন দুজনকে ভালোবেসে ফেলেছেন৷ অপেক্ষা ছিল শুধু বিয়েটার৷ ছেলে-মেয়ের বিয়ে মিটতেই ওই রাতেই পালালেন কনের মা ও বরের বাবা৷
advertisement
2/6
ঘটনাটি গুজরাতের৷ হপ্তা দুই আগের ঘটনা৷ ছেলে-মেয়ের বিয়ের তারিখ ঠিক হওয়ার পরেই কনের মা ও বরের বাবা পালিয়ে যান৷ খোঁজ খোঁজ৷ শেষ পর্যন্ত শ্বশুর, শাশুড়ির প্রেমের জেরে বিয়েটাও পিছিয়ে যায়৷ সমাজের চাপে তাঁরা ফিরে আসেন৷
advertisement
3/6
গত শনিবার কোনও রকমে বিয়ে হয় ছেলে-মেয়ের৷ এ দিকে কনের মা ও বরের বাবা যে অন্য ছক ছকেছেন, কে জানত! বিয়ে মিটতেই হঠাত্ রাতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দুজনকে৷
advertisement
4/6
আবার পালিয়েছেন৷ খোঁজপাতি নিয়ে দেখা যায়, সুরাতে একটি একটি বাড়ি ভাড়া নিয়ে দুজনে থাকছেন৷ কনের মায়ের নাম শোভনা রাভাল (৪৩) ও বরের বাবার নাম হিম্মত পান্ডব (৪৬)৷
advertisement
5/6
এর আগে গত ১০ জানুয়ারি পালিয়ে গিয়েছিলেন তাঁরা৷ তার জেরে ছেলে-মেয়ের বিয়ে স্থগিত রাখতে হয়৷
advertisement
6/6
অবস্থা এমনই যে, শোভনা ফিরে তাঁর স্বামীকেই অস্বীকার করতে শুরু করেছেন৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আবার বিয়ে করবেন৷ বরের বাবাকে৷ তিনি ভালোবেসে ফেলেছেন৷ একই পাড়ায় দুই পরিবারের বাড়ি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভনা ও হিম্মতের সম্পর্ক বেশ কয়েক মাস ধরেই চলছিল৷