TRENDING:

Bangladesh News: ঢাকায় দাঁড়িয়ে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে প্রকাশ্যে হুমকি! বসে থাকল না দিল্লিও, বাংলাদেশের হাই কমিশনারকে তলব MEA-র

Last Updated:
প্রসঙ্গত, গত সোমবার বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) হাসনাত আবদুল্লাহ সোমবার হুমকি দিয়েছিলেন যে, ঢাকা অনায়াসেই ভারত বিরোধী শত্রুভাবাপন্ন শক্তি, বিচ্ছিন্নতা বাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দিতে পারে৷ এবং তাদের সাহায্যে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, ‘সেভেন সিস্টারকে ভারত থেকে ছিনিয়ে নিতে পারে৷
advertisement
1/7
‘সেভেন সিস্টার্স’ নিয়ে প্রকাশ্যে হুমকি! বসে থাকল না দিল্লিও, বাংলাদেশের হাই কমিশনারকে তলব
নয়াদিল্লি: ঢাকার ভারতীয় হাইকমিশনে হুমকির ঘটনায় ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠাল ভারতীয় বিদেশমন্ত্রক৷ সম্প্রতি কিছু বাংলাদেশী নেতা ভারতীয় হাইকমিশনকে হুমকি দিয়েছে বলে অভিযোগ এবং ভারত বিরোধী প্ররোচনামূলক কথাও বলেছেন তাঁরা৷ এবিষয়ে আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক প্রতিবাদ জানানোর জন্য এই তলব বলে জানা গিয়েছে৷
advertisement
2/7
বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ঢাকার ভারতীয় হাই কমিশনে পাঠানো হুমকির বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত৷ যদিও ঠিক ধরনের হুমকি পাঠানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি এই বার্তায়৷ প্রসঙ্গত, ২০২৪ সালে অগাস্ট মাসের অস্থির পরিস্থিতির সময়েই ঢাকার ভারতীয় হাই কমিশনের অফিস থেকে কম গুরুত্বপূর্ণ কর্মী এবং তাঁদের পরিবারকে সরিয়ে নিয়েছে ভারত৷
advertisement
3/7
বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘‘ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আজ ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে তলব করা হয়েছিল৷ আমরা তাঁকে জানিয়েছি, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন৷ বিশেষ করে ঢাকার কিছু চরমপন্থী ভারতীয় কমিশনে নাশকতা চালানোর জন্য উস্কানিমূলক কথা বলেছে৷’’
advertisement
4/7
এছাড়া, ভারতের বিরুদ্ধে আনা চরমপন্থী নেতার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ভারত জানিয়েছে, ‘‘বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে চরমপন্থী নেতার মিথ্যা বর্ণনা ভারত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। এটা দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তিকালীন সরকার ঘটনাগুলির বিষয়ে কোনও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেনি বা ভারতকে কোনও প্রমাণ দেয়নি৷"
advertisement
5/7
পাশাপাশি, ভারত জানিয়েছে, ‘‘আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, নির্বাচনের জন্য ধারাবাহিকভাবে বলে আসছি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে মিশন এবং পোস্টগুলির নিরাপত্তা নিশ্চিত করবে।’’
advertisement
6/7
প্রসঙ্গত, গত সোমবার বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) হাসনাত আবদুল্লাহ সোমবার হুমকি দিয়েছিলেন যে, ঢাকা অনায়াসেই ভারত বিরোধী শত্রুভাবাপন্ন শক্তি, বিচ্ছিন্নতা বাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দিতে পারে৷ এবং তাদের সাহায্যে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, ‘সেভেন সিস্টারকে ভারত থেকে ছিনিয়ে নিতে পারে৷ সোমবার ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় আবদুল্লা এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে৷
advertisement
7/7
উপস্থিত দর্শকদের কাছ থেকে বিপুল হর্ষধ্বনির মাঝেই হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আমরা বিচ্ছিন্নতাবাদী এবং ভারত বিরোধী শক্তিদের আশ্রয় দেব, আর তারপর ভারত থেকে সেভেন সিস্টারকে কেটে নেব৷ ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার এবং মানবাধিকার বিরোধী শক্তিকে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশ তার জবাব দেবে৷
বাংলা খবর/ছবি/দেশ/
Bangladesh News: ঢাকায় দাঁড়িয়ে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে প্রকাশ্যে হুমকি! বসে থাকল না দিল্লিও, বাংলাদেশের হাই কমিশনারকে তলব MEA-র
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল