Assembly Election Results 2022: উত্তরপ্রদেশে যোগী ২.০, গেরুয়া সাজে রেকর্ড ভোটের সেলিব্রেশন রাজধানীতে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৩৭ বছরের রেকর্ড পাল্টে পরপর দুবার একই মুখ্যমন্ত্রী পাচ্ছে উত্তরপ্রদেশ। (Assembly Election Results 2022)
advertisement
1/6

দ্বিতীয় বার লখনউয়ের তখতের দখল নিশ্চিত বিজেপির (Assembly Election Results 2022)। বিপুল ভোট পেয়ে ফের একবার উত্তরপ্রদেশে সরকার গড়ছে বিজেপি। দিল্লিতে দলের সদর দফতরে তারই সেলিব্রেশন শুরু। পঞ্জাবে আপ-এর জয় বাদে বাকি চার রাজ্যের বিজেপির সরকার হতে চলেছে। ফলে ফলাফল প্রকাশের পরই দিল্লিতে বিজেপির দফতরে কর্মী সমর্থকদের উল্লাস শুরু হয়। গেরুয়া সাজে শুরু সেলিব্রেশন।
advertisement
2/6
যোগী আদিত্যনাথ ফের একবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ৩৭ বছরের রেকর্ড পাল্টে পরপর দুবার একই মুখ্যমন্ত্রী পাচ্ছে উত্তরপ্রদেশ। (Assembly Election Results 2022)
advertisement
3/6
২০১৭ সালের তুলনায় প্রায় ৫ শতাংশ ভোটবৃদ্ধি ঘটেছে বিজেপির। মোটামুটি ৪৬.৬ শতাংশ ভোট পেয়েছে গেরুয়া শিবির। (Assembly Election Results 2022)
advertisement
4/6
প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি উত্তরপ্রদেশে আড়াইশোর গণ্ডি অনায়াসে পেরোচ্ছে। অনেকের অনুমান, পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হতে হতে সেটি ৩০০-র কাছাকাছিও পৌঁছতে পারে।
advertisement
5/6
এই ভোটের ফলাফলে ভর করে ২০২৪ সালের লোকসভা ভোটের রাস্তায় খানিকটা এগিয়ে গেল বিজেপি।
advertisement
6/6
আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনে গত লোকসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি করতে পারে কি না গেরুয়াশিবির, এখন সেদিকেই নজর দেশের।