Anant Ambani Exclusive Interview: অনন্ত আম্বানির বিশেষ উদ্যোগ, জামনগরে বিশ্বের সবচেয়ে বড় পশুদের রেসকিউ সেন্টার 'বনতারা'
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/20

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশন ২৬ ফেব্রুয়ারি ‘Vantara’ (বনের তারকা) প্রোগ্রামের সূচনার কথা ঘোষণা করেছে। এটি এমন একটি উদ্যোগ, যার লক্ষ্য হল- দেশ তথা বিদেশে আহত, অত্যাচারিত এবং বিলুপ্তির মুখে থাকা প্রাণীদের উদ্ধার, চিকিৎসা, যত্ন এবং পুনর্বাসন দেওয়া।
advertisement
2/20
ভারতে প্রথম এই ধরনের উদ্যোগ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর শ্রী অনন্ত আম্বানির তত্ত্বাবধানেই মূলত এই উদ্যোগের জন্ম।
advertisement
3/20
গুজরাতের রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্টের মধ্যে ৩০০০ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত বনতারা।
advertisement
4/20
পশুদের যত্ন এবং কল্যাণের স্বার্থে প্রথম সারির বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার মাধ্যমে এটি একটি বিস্তৃত ৩০০০ একর জায়গাকে একটি জঙ্গলের মতো পরিবেশে রূপান্তরিত করেছে।
advertisement
5/20
স্বাস্থ্য পরিষেবা, হাসপাতাল, রিসার্চ এবং অ্যাকাডেমিক সেন্টারের মতো সেরা গুণমানসম্পন্ন প্রাণী সংরক্ষণ এবং প্রাণীদের যত্নের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে Vantara।
advertisement
6/20
এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএম) এবং প্রকৃতির জন্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)-এর মতো স্বনামধন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং সংস্থার সঙ্গে উন্নত গবেষণা ও সহযোগিতাকে একীভূত করার দিকেও মনোনিবেশ করে Vantara।
advertisement
7/20
গত কয়েক বছরে এই কর্মসূচির মাধ্যমে ২০০টিরও বেশি হাতি এবং কয়েক হাজার অন্যান্য প্রাণী, সরীসৃপ ও পাখিকে বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গন্ডার, চিতাবাঘ এবং কুমিরের মতো মূল প্রজাতির পুনর্বাসনের উদ্যোগও গ্রহণ করেছে।
advertisement
8/20
এছাড়া মেক্সিকো, ভেনেজুয়েলা ইত্যাদির মতো দেশেও উদ্ধারাভিযানে অংশগ্রহণ করেছে Vantara।
advertisement
9/20
Vantara প্রতিষ্ঠার পিছনে যে তত্ত্ব রয়েছে, তা ব্যাখ্যা করে অনন্ত আম্বানি বলেন, “বনতারা হল সমবেদনার বহু-প্রাচীন নৈতিক মূল্যবোধের সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত পেশাদারিত্বের সংমিশ্রণ। জীব সেবাকে আমি সর্বশক্তিমান তথা মানবতার সেবা হিসেবে দেখি।” বনতারায় হাতিদের জন্য একটি কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি সিংহ, বাঘ, কুমির, লেপার্ড-সহ অন্যান্য বড় এবং ছোট প্রজাতির জন্যও সুবিধা রয়েছে এখানে।
advertisement
10/20
বনতারায় হাতিদের জন্য যে কেন্দ্রটি রয়েছে, সেটি ৩০০০ একর প্রাঙ্গণের একটি বড় অংশ জুড়ে বিস্তৃত।
advertisement
11/20
অত্যাধুনিক আশ্রয়কেন্দ্র, বৈজ্ঞানিক ভাবে ডিজাইন করা দিন ও রাতের এনক্লোজার, হাইড্রোথেরাপি পুল, জলাশয় এবং হাতিদের আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য একটি বড় এলিফ্যান্ট জ্যাকুজিও রয়েছে।
advertisement
12/20
এখানে রয়েছে প্রায় ২০০টিরও বেশি হাতি। সেখানে বিশেষ এবং প্রশিক্ষিত কর্মীদের দ্বারা চলে সার্বক্ষণিক পরিচর্যাও।
advertisement
13/20
এই কাজের জন্য নিযুক্ত রয়েছেন পশুচিকিৎসক, জীববিজ্ঞানী, প্যাথলজিস্ট, পুষ্টিবিদ এবং প্রকৃতিবিদ-সহ প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ।
advertisement
14/20
গুজরাতের জামনগরের মতি খাবধি গ্রামে ‘গ্রিনস জুলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম’ তৈরি হচ্ছে ২৮০ একর জমির ওপরে।
advertisement
15/20
কোমোডো ড্রাগন, চিতা, আফ্রিকার সিংহ-সহ প্রায় ১০০ প্রজাতির পশু-পাখি রয়েছে এই চিড়িয়াখানায়, জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি।
advertisement
16/20
চিড়িয়াখানা নির্মাণের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।
advertisement
17/20
নেটওয়ার্ক18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনন্ত আম্বানি বলেন, জামনগরে বিরল প্রজাতির এই পশুপাখির সম্ভার থাকবে নির্মীয়মাণ এই চিড়িয়াখানায়।
advertisement
18/20
ফ্রগ হাউস, ড্রাগন আইল্যান্ড, ল্যান্ড অব রোডেন্ট, অ্যাকোয়াটিক কিংডোম-সহ একাধিক বিভাগ। আফ্রিকার সিংহ, চিতা, জাগুয়ার, নেকড়ে, হিপ্পো, ওরাংওটাং, বেঙ্গল টাইগার-সহ দেশ বিদেশের একাধিক প্রাণী থাকবে।
advertisement
19/20
সম্প্রতি সেন্ট্রাল আমেরিকান চিড়িয়ানা কর্তৃপক্ষের ডাকে একাধিক বড় পশু এনেছে তারা।
advertisement
20/20
ভারতীয় এবং আন্তর্জাতিক কঠোর আইন ও নিয়ন্ত্রক কাঠামোর অধীনেই এই ধরনের সমস্ত উদ্ধার এবং পুনর্বাসন অভিযান গ্রহণ করা হয়েছে।