Ayodhya Ram Mandir 2024: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতেই সেজে উঠল সরযূর পাড়, ঝলমল করছে লক্ষ প্রদীপ, দেখুন সেই ছবিগুলি
- Published by:Teesta Barman
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Ayodhya Ram Mandir 2024: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতেই গোটা অযোধ্যা জুড়ে দীপাবলির উৎসব। আনন্দে মাতলেন সাধু সন্ন্যাসী থেকে শুরু করে আমজনতা।
advertisement
1/7

ঠিক দুপুর ১২টা ৫-এ রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই গোটা অযোধ্যা নগরী আনন্দে ভেসে উঠল। একের পর এক উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল গোটা অযোধ্যা জুড়ে। এদিন সকাল থেকেই রাম মন্দির যাওয়ার রাস্তার দু’দিকে ছিল বর্ণময় ছবি।
advertisement
2/7
উত্তরপ্রদেশের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে রাস্তার দু’পাশে। স্থানীয় লোকশিল্পীদের নিয়ে বিভিন্ন ঐতিহ্যকে নাচ গানের মাধ্যমে তুলে ধরেছে সে রাজ্যের সরকার। সকাল ৭টা থেকেই এদিন সাজো সাজো রব রাস্তা জুড়ে। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতেই আরও আনন্দ উচ্ছ্বাসে ভেসে উঠল গোটা অযোধ্যা নগরী।
advertisement
3/7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের মঞ্চ থেকেই সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর আহ্বান রাখেন। সেই মতোই সন্ধ্যা হতে না হতেই গোটা অযোধ্যা নগরী প্রদীপের আলোয় জ্বলে উঠল। অন্যরকম ছবি দেখা গেল সরযূ নদীর পারে। গত কয়েকদিন বিভিন্ন রকম আলোর সাজে সেজে উঠেছিল সরযূ নদীর পাড়।
advertisement
4/7
এদিন বাড়তি পাওনা ছিল হাজার হাজার প্রদীপের আলো। বিকেল থেকে সন্ধ্যে গড়াতেই হাজার হাজার প্রদীপের আলোয় জ্বলে ওঠে সরযূ নদীর পাড়। প্রদীপের আলোর মাধ্যমে কোথাও লেখা ‘জয় শ্রী রাম’, আবার কোথাও ওম চিহ্ন। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধু সন্ন্যাসীরা এসে পৌঁছেছেন অযোধ্যায়। তাঁরাই প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তুলছেন গোটা অযোধ্যা সরযূ নদীর পাড়।
advertisement
5/7
সোমবারের মেগা ইভেন্টে যদি সকালবেলায় রাম মন্দির হয় তাহলে সন্ধ্যাবেলায় সরযূ নদীর পাড়ের প্রদীপের আলো এক অন্য ইতিহাস রচনা করল বলেই মনে করা হচ্ছে। তবে শুধু সরযূ নদীর পাড় নয়, গোটা অযোধ্যা জুড়ে নদীর ঘাটগুলোকে এভাবেই প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়।
advertisement
6/7
পাশাপাশি বিভিন্ন বাড়িতেও দেখা যায় প্রদীপের আলো জ্বলজ্বল করছে। তবে শুধু এখানেই শেষ নয়, অযোধ্যার আকাশ জুড়ে আতশ বাজিও দেখা যায়। অযোধ্যার বিভিন্ন এলাকা থেকে আতশবাজি ফাটানো হয়।
advertisement
7/7
রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হতেই গোটা অযোধ্যা এই ভাবেই আনন্দে মেতে উঠে সোমবার। এদিন অবশ্য সাধারণ মানুষ তথা সাধু সন্ন্যাসীদের জন্য রাম মন্দিরের দরজা ছিল বন্ধ। তবে মঙ্গলবার থেকে সেই দরজা খুলে যেতে চলেছে। মনে করা হচ্ছে মঙ্গলবার রেকর্ড ভিড় হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে।