TRENDING:

#RameshJarkiholi sex scandal: দেখুন, যৌন কুৎসায় জড়িয়ে বিপর্যস্ত নেতা-মন্ত্রীদের তালিকা...

Last Updated:
কর্নাটকের অনেক নেতাই যৌন কুৎসার কারণে গদি ছাড়তে বাধ্য হয়েছেন। এক এক করে দেখে নেওয়া যাক সেই সব অধ্যায়!
advertisement
1/7
দেখুন, যৌন কুৎসায় জড়িয়ে বিপর্যস্ত নেতা-মন্ত্রীদের তালিকা...
•কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জে এইচ পটেল (JH Patel) একদা খোলাখুলি জানিয়েছিলেন যে সন্ধে হয়ে যাওয়ার পরে হুইস্কি এবং নারীর সাহচর্য না হলে তাঁর চলে না! তাঁর মতো নিজের দুর্বলতা নিয়ে খোলাখুলি কথা অবশ্য সব নেতা বলেন না। সম্প্রতি যৌন কুৎসায় ইস্তফা দিতে বাধ্য হলেও কর্নাটকের জলসম্পদ মন্ত্রী রমেশ জারকিহোলি (Ramesh Jarakiholi) তাঁর যে সেক্স টেপটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, সে সংক্রান্ত যাবতীয় তথ্য অস্বীকার করেছেন। ইস্তফাপত্রে শুধু এটাই লিখেছেন যে নৈতিক জায়গা থেকে তিনি পদত্যাগ করলেন! অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও কর্নাটকের অনেক নেতাই যৌন কুৎসার কারণে গদি ছাড়তে বাধ্য হয়েছেন। এক এক করে দেখে নেওয়া যাক সেই সব অধ্যায়!
advertisement
2/7
•এম পি রেণুকাচার্য (MP Renukacharya)-জয়লক্ষ্মী নামের এক নার্স BJP-র এই মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। তিনি বলেন যে মন্ত্রী ক্রমাগত তাঁকে হুমকি দিচ্ছেন এবং স্টেট উওম্যান কমিশনও মন্ত্রীকেই সমর্থন করছে। ঘটনার জেরে রেণুকাচার্যকে পদত্যাগ করতে হয়।
advertisement
3/7
•হরতালু হলাপ্পা (Hartalu Halappa)-BJP-র ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের এই মন্ত্রীর বিরুদ্ধে ২০০৯ সালে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই সময়ে পদত্যাগে বাধ্য হলেও ২০১৭ সালে আদালত তাঁকে নির্দোষ বলে রায় দেয়। জানায়- বিবাদীপক্ষ অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছে।
advertisement
4/7
•রঘুপতি ভাট (Raghupathi Bhat)-সেক্স টেপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বিধানসভা নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন BJP-র এই মন্ত্রী, পদত্যাগও করতে হয় তাঁকে।
advertisement
5/7
•এইচ ওয়াই মেতি (HY Meti)-২০১৬ সালে কংগ্রেসের সমর্থক এই আবগারি মন্ত্রীর সেক্স টেপ ভাইরাল হওয়ার পরে তাঁকে পদত্যাগ করতে হয়।
advertisement
6/7
•লক্ষ্মণ সওয়ারি (Laxman Sawadi)-শুধু লক্ষ্মণ সওয়ারি নয়, পাশাপাশি সি সি পাটিল (CC Patil) আর কৃষ্ণ পালেমরের (Krishna Palemar) বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই তিনজন বিধানসভার অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখছিলেন! স্টেট হোম ডিপার্টমেন্ট ঘটনার তদন্ত করে জানায় যে এই অভিযোগ ভিত্তিহীন। বর্তমানে সওয়ারি কর্নাটকের ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত।
advertisement
7/7
•অরবিন্দ লিম্বাভেলি (Arvind Limbavali)-২০১৯ সালের জুলাই মাসে কর্নাটক বিধানসভা উত্তাল হয়ে ওঠে এই BJP নেতার সেক্স টেপ নিয়ে। লিম্বাভেলির বক্তব্য ছিল যে ওটা আসল ভিডিও নয়। তদন্তের পর ওই বছরেরই ডিসেম্বর মাসে ফরেনসিক রিপোর্টও বলে যে ভিডিওটি নকল!
বাংলা খবর/ছবি/দেশ/
#RameshJarkiholi sex scandal: দেখুন, যৌন কুৎসায় জড়িয়ে বিপর্যস্ত নেতা-মন্ত্রীদের তালিকা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল