বিহারে ভোটের দিন ঘোষণা হতেই বড় চমক! ভোটে বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশনের! জারি হবে বাংলাতেও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এসআইআর নিয়ে টালমাটাল পরিস্থিতির পরেই এই দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, নতুন করে ১৭টি নতুন পদক্ষেপ নেওয়া হবে। যা পরবর্তী নির্বাচনেও কার্যকর হবে। দেখে নেওয়া যাক বাকি নির্বাচনের থেকে এই নির্বাচনে কী কী নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
1/9

বিহারে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বিহারের ২৪৩টি আসনে মোট দুই দফায় ভোট হবে বলে ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশন। আগামী নভেম্বর মাসের ৬ তারিখ এবং ১১ তারিখ। নির্বাচনের গণনা হবে আগামী ১৪ নভেম্বর।
advertisement
2/9
এসআইআর নিয়ে টালমাটাল পরিস্থিতির পরেই এই দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, নতুন করে ১৭টি নতুন পদক্ষেপ নেওয়া হবে। যা পরবর্তী নির্বাচনেও কার্যকর হবে। দেখে নেওয়া যাক বাকি নির্বাচনের থেকে এই নির্বাচনে কী কী নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
3/9
ভোটার কার্ড বা এপিক কার্ডের বিনামূল্যে ডেলিভারিএই নির্বাচনে যারা নতুন ভোট দেবেন অর্থাৎ নতুন ভোটারদের ভোটার কার্ড বা এপিক কার্ড বিনামূল্যে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
advertisement
4/9
বিএলওদের সচিত্র পরিচয়পত্রবিএলও বা ব্লক লেভেল অফিসার বা আধিকারিকদের সচিত্র পরিচয়পত্র এই নির্বাচন থেকেই শুরু হল।
advertisement
5/9
মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটিনির্বাচন কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। সেই জন্য আলাদা করে মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটির ব্যবস্থা করা হয়েছে।
advertisement
6/9
স্বচ্ছ ভোটার স্লিপসিরিয়াল এবং পার্ট নম্বর স্পষ্টভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে।
advertisement
7/9
সহজতর অনলাইনECINet App-সহ একাধিক অনলাইন মাধ্যমের কথা বলা হয়েছে যেখানে ভোটার এবং ভোটদানের হার মুহূর্তে জানা যাবে।
advertisement
8/9
তারপরই ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর।" width="1600" height="900" /> নির্বাচনী বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার এক সময় থাকার অনুমতি পাবেন।নির্বাচনে অংশ নেওয়া প্রতিনিধিদের বুথ নির্বাচনী কেন্দ্র থেকে ১০০ মিটার থেকে দূরে করতেই হবে।
advertisement
9/9
সমস্ত বুথে ১০০% ওয়েবকাস্টিং করা হবে বলে জানানো হয়েছে। ভিভিপ্যাট কাউন্টের জন্য কোনও গণ্ডগোল যাতে না হয় তার জন্য এটি আবশ্যক করা হয়েছে।পোস্টাল ব্যালটের ক্ষেত্রে গণনা লাইভ স্ট্রিমিং করতে হবে।