TRENDING:

Pulwama Attack: পুলওয়ামা হামলার এক বছর, ঠিক কী ঘটেছিল সেদিন, দেখে নেওয়া যাক

Last Updated:
যে মানুষগুলো সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করেন, যাঁদের বুকের ভিতরটা ইস্পাত কঠিন, তাঁদের চোখেও জল.....বার বার মনে পড়ে যায় সেই দিনটার কথা।
advertisement
1/5
Pulwama Attack: পুলওয়ামা হামলার এক বছর, ঠিক কী ঘটেছিল সেদিন, দেখে নেওয়া যাক
১৪ ফেব্রুয়ারি। প্রেমের দিন। ভালবাসার দিন। দেশবাসীর কাছে মনে করারও দিন। মনে পড়ে যায় গত বছরের এই দিনটার কথা। পুলওয়ামায় জঙ্গি হামলার কথা। প্রাণ হারান ৪০ জওয়ান। File Photo
advertisement
2/5
দেশ জুড়ে শহিদ স্মরণ। দেখতে দেখতে একটা বছর। কিন্তু, চোখের জল আজও কথা শোনে না। যে মানুষগুলো সীমান্তে দাঁড়িয়ে দেশ রক্ষা করেন, যাঁদের বুকের ভিতরটা ইস্পাত কঠিন, তাঁদের আজও চোখে জল..... বার বার মনে পড়ে যায় সেই দিনটার কথা। File Photo
advertisement
3/5
৭৮টি বাসের কনভয়। বাসে আড়াই হাজার সিআরপিএফ জওয়ান। কেউ ছুটি কাটিয়ে কাজে। কেউ আবার উপত্যকায় বদলি। মাঝপথেই জইশ-ই-মহম্মদের হামলা। File Photo
advertisement
4/5
প্রাণ হারান ৪০ জওয়ান। পাকিস্তানকে জবাব দিতে দেরি করেনি ভারত। পুলওয়ামার জবাব বালাকোট। ২৬ ফেব্রুয়ারি প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে জইশের একের পর এক ক্যাম্প গুঁড়িয়ে দেয়। File Photo
advertisement
5/5
পাকিস্তান জবাব পেয়েছে। কিন্তু, পুলওয়ামার ক্ষত আজও মিলিয়ে যায়নি। নিহত জওয়ানদের কথা মনে করে আজও তাই চোখে জল। প্রথমে মালা দেবে। তারপর বিউগল। বিউগল বাজিয়ে শেষ আজ পুলওয়ামা হামলার এক বছর। CRPF-এর কনভয়ে হামলায় প্রাণ কাড়ে ৪০ জন জওয়ানের। জইশ-এ-মহম্মদ হামলার দায় স্বীকার করে। প্রত্যাঘাতে পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় ভারত। নিহতদের স্মরণে এদিন ট্যুইট করেন প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীও। File Photo
বাংলা খবর/ছবি/দেশ/
Pulwama Attack: পুলওয়ামা হামলার এক বছর, ঠিক কী ঘটেছিল সেদিন, দেখে নেওয়া যাক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল