Heavy Rain Alert: আকাশ কালো করে তুমুল বৃষ্টি, তাপপ্রবাহ থেকে কী লম্বা মুক্তি, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Weather Update: সপ্তাহব্যাপী বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলা জুড়ে, তীব্র গরম থেকে মিলবে স্বস্তি
advertisement
1/6

মালদহ: দিনভর মেঘলা আকাশ, এক থেকে দু'বার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। চলতি সপ্তাহ থেকেই বর্ষা শুরুর সম্ভবনা। প্রচণ্ড গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলবে এবার। সপ্তাহের প্রথম দিন মালদহ জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/6
গত কয়েক সপ্তাহ ধরেই তীব্র দাবদাহ মালদহ জেলা জুড়ে। অসম্ভব গরমে স্বাভাবিক কাজকর্মে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। প্রচন্ড তাপপ্রবাহ থাকায় আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। অবশেষে স্বস্তির খবর আবহাওয়া দফতর সূত্রে। সোমবার থেকেই মালদহ জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস।
advertisement
3/6
আগামী ৭ দিন মালদহ জেলায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। বৃষ্টির অপেক্ষায় রয়েছে জেলাবাসী। উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও মালদহ জেলায় এর আগে অবধি সেভাবে বৃষ্টিপাত হয়নি।
advertisement
4/6
বৃষ্টিপাত না হওয়ায় কৃষিকাজ থেকে বিভিন্ন ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হয়েছিল। অবশেষে বৃষ্টির সম্ভাবনা শোনায় কিছুটা হলেও স্বস্তি সাধারণ মানুষের মধ্যে। এই মুহূর্তে বর্ষা শুরু হলে মালদহ জেলায় ধান, পাট চাষের ব্যাপক সুবিধা হবে। গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক প্রবাহ থাকায় জেলার পাট চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিপাত হলে পাট চাষের অনেকটাই উপকার হবে।
advertisement
5/6
বর্ষার শুরু থেকেই আমন ধান চাষের সূচনা। বর্ষা হলেই কৃষকেরা আমন ধানের বীজ তলা তৈরি করবেন। জেলার কৃষকদের একাংশ বৃষ্টিপাতের অপেক্ষায় রয়েছেন বীজ তালা তৈরির জন্য। তাই চলতি সপ্তাহ থেকে বৃষ্টিপাত শুরু হলে অনেকটাই সুবিধা হবে জেলার।
advertisement
6/6
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রথম দিন সোমবার মেঘলা আকাশ থাকবে। এক থেকে ২ বার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Input- Harshit Singh