TRENDING:

Zodiacs: তাসের কোন পাতার স্বভাব ঠিক আপনার-ই মতো? রাশি অনুসারে দেখে নিন মিলিয়ে..

Last Updated:
Zodiacs: কোন তাস কোন রাশির প্রতিনিধিত্ব করে এবং তাঁর চারিত্রিক বৈশিষ্ট কী, সব বলে দেওয়া যায় চুটকিতে।
advertisement
1/13
তাসের কোন পাতার স্বভাব ঠিক আপনার-ই মতো? রাশি অনুসারে দেখে নিন মিলিয়ে!
কালীপুজো, ভাইফোঁটা শেষ। তবে পুজোর আমেজ এখনও আছে। হালকা শীত পড়ছে। এরকম সময়ে তাসের মতো ইন্ডোর গেমের জুড়ি মেলা ভার। ৫২ কার্ডের ৫৩ খেলায় মজে গেলে কী ভাবে যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, বোঝাও যায় না। তবে তাস শুধু খেলার সামগ্রী নয়, ব্যক্তিত্বের প্রতিফলনও বটে। কোন তাস কোন রাশির প্রতিনিধিত্ব করে এবং তাঁর চারিত্রিক বৈশিষ্ট কী, সব বলে দেওয়া যায় চুটকিতে। এবার সেটাই দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯: চিড়িতনের বাদশা। এঁরা বর্ন লিডার, যাকে বলে নেতৃত্ব দেওয়ার জন্যই জন্মেছেন। মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী এই রাশির জাতকেরা উদ্যমী এবং নির্ভীক প্রকৃতির হন।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০: রুইতনের রানি। একটু একগুঁয়ে কিন্তু জীবনের সূক্ষ অনুভূতিগুলোকে এঁরা মর্যাদা দেন। আবেগ নয়, বাস্তবটা ভালো বোঝেন। চোখ বন্ধ করে এঁদের উপর ভরসা করা যায়।শির জাতক-জাতিকারা নিজেদের পছন্দের মানুষের ক্ষেত্রে সব সময়ই খুব সৎ এবং দয়ালু হয়। এরা সব কিছু গভীরভাবে চিন্তা করে এবং কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি নিয়ে ভাবনা-চিন্তা করে। অনেক কিছু চিন্তা করার ফলে তারা কোনটি ঠিক অথবা কোনটি ভুল সেটি নির্ণয় করতে পারে না।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০: ইস্কাপনের গোলাম। খুব বুদ্ধিমান এবং রসিক প্রকৃতির হন। তবে অস্থির মন, সিদ্ধান্তহীনতায় ভোগেন। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এঁদের জন্মগত।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২: হরতনের বাদশা। এঁরা মারাত্মক আবেগপ্রবণ। তবে পরম্পরা এবং ঐতিহ্যের প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল। নিজের মতো থাকতে ভালোবাসেন। সঙ্গিনীকে সর্বদা আগলে রাখেন।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২: চিড়িতনের রানি। আত্মবিশ্বাসী, অনুগত আবার অন্যের উপর ছড়ি ঘোরাতেও পছন্দ করেন। সাধারণত নাটকীয় ব্যক্তিত্বের অধিকারী হন। সব কিছুর কেন্দ্রে নিজেকেই দেখতে চান এঁরা।
advertisement
7/13
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২: রইতনের গোলাম। এঁরাই হলেন মি. পারফেকশনিস্ট। সেবাই এঁদের জীবনের ব্রত। দক্ষ এবং কর্তব্যে অবিচল এই রাশির জাতকেরা একটু খুঁতখুঁতে তবে মাটির মানুষ হন।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২: ইস্কাপনের বাদশা। এঁরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু মানুষের সঙ্গে খোলা মনে মিশতে পারেন না। কূটনীতিতে দক্ষ, কৌশলে পা ফেলেন।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১: হরতনের রানি। এঁরা দৃঢ়প্রতিজ্ঞ এবং আবেগপ্রবণ। এই রাশির জাতকেরা ভয়ডরহীন, নিজের শর্তে জীবন কাটান। কোনও সিদ্ধান্ত একবার নিয়ে ফেললে আর নিজের কথাও শোনেন না।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১: চিড়িতনের গোলাম। গোটা জীবন জ্ঞানের সন্ধানে কাটে। প্রচন্ড বুদ্ধিমান এবং স্পষ্টভাষী। তবে মাঝে মধ্যে এঁদের কথাবার্তা একটু কাঠখোট্টা ঠেকে।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯: রইতনের বাদশা। খুবই দৃঢ়প্রতিজ্ঞ এবং উচ্চাকাঙ্খী। তবে সর্বদা বাস্তবের মাটিতে পা থাকে আর লক্ষ্য থাকে স্থির। কখনও এঁদের দাম্ভিক মনে হতে পারে।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮: ইস্কাপনের রানি। এঁরা সাধারণত সৃজনশীল হন তবে খুব অধৈর্য। বাড়িতে মন টেঁকে না বললেই চলে। এঁদের দূরদৃষ্টির প্রশংসা করতে হয়। তবে মাঝে মধ্যেই বিদ্রোহী হয়ে ওঠেন।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০: হরতনের গোলাম। প্রেমময় মানুষ, মজা করতে ভালোবাসেন। এঁদের প্রচুর অনুগামী হয়। কিন্তু সহজেই কান ভাঙানো যায়। অন্যের কথায় নাচা এঁদের স্বভাব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Zodiacs: তাসের কোন পাতার স্বভাব ঠিক আপনার-ই মতো? রাশি অনুসারে দেখে নিন মিলিয়ে..
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল