'জিরো' ওয়াট বাল্বে কত 'বিদ্যুৎ' খরচ হয় জানেন...? চমকে দেবে উত্তর, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Zero Watt Bulb: জিরো ওয়াট বাল্বের নাম কীভাবে এল বলুন তো? জানেন এই বাল্ব ঠিক কতটা বিদ্যুৎ খরচ করে? উত্তর শুনলে ফিউজ উড়ে যাবে আপনারও।
advertisement
1/12

সাধারণ জ্ঞান আমাদের এমন অনেক তথ্য দেয় যা একইসঙ্গে মজাদার আবার চোখ খুলে দেওয়ার মতো। ব্যবহারিক জীবনে এই ধরণের জ্ঞান যেমন জরুরি তেমনই আবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে দুর্দান্ত কার্যকরী ভূমিকা পালন করে এই ধরণের সাধারণ জ্ঞান।
advertisement
2/12
আজ এই প্রতিবেদনে এমনই সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন সম্পর্কে জেনে নেওয়া যাক যা আমার আপনার সাধারণ জ্ঞান বাড়ানোর পাশাপাশি ব্যবহারিক জীবনেও খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে।
advertisement
3/12
আমরা সাধারণত অনেকেই মনে করি যে জিরো ওয়াটের বাল্ব আসলে একদমই বিদ্যুৎ খরচ করে না। মনে করা হয় যে রাতে ঘুমানোর সময় এই বাল্বগুলো জ্বালিয়ে রাখলে বিদ্যুৎ বিলের উপর তার কোনও প্রভাব পড়বে না।
advertisement
4/12
কিন্তু বাস্তবে জানলে আকাশ থেকে পড়বেন যে এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই বাল্বটিকে শূন্য ওয়াট বলা হলেও, আদতে প্রচুর বিদ্যুৎ খরচ করে এই ছোট্ট বাল্ব।
advertisement
5/12
কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এটিকে শূন্য-ওয়াটের বাল্ব বলা হয়? আসলে, আজ থেকে এই বাল্বটির এই নাম নয়। বহু কাল আগে থেকেই এই নামটি চলে আসছে। সেইসময় বিদ্যুৎ মিটার এত উন্নত ছিল না।
advertisement
6/12
জেনে যাক কেন এই বাল্বটিকে শূন্য-ওয়াটের বাল্ব বলা হয়? আর এই 'জিরো' ওয়াটের বাল্ব ঠিক কত বিদ্যুৎ খরচ করে?
advertisement
7/12
জানলে অবাক হবেন যে শূন্য ওয়াটের বাল্ব ১২-১৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। তবে, পুরনো দিনে, রাতে ঘুমানোর সময়, সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দেওয়া হত এবং মাত্র 0 ওয়াটের বাল্ব জ্বালানো হত।
advertisement
8/12
সেই সময়ে, পুরনো বিদ্যুৎ মিটার এত কম পরিমাণের বিদ্যুৎ পরিমাপ করতে পারত না। মিটারটি 'শূন্য' পাওয়ার দেখাত। আর তাই এর নামকরণ করা হয়েছিল 'জিরো ওয়াট বাল্ব'।
advertisement
9/12
তাহলে এবার বুঝতে পারছেন, এই বাল্বটির নামকরণ কেন করা হয়েছে জিরো ওয়াট বাল্ব? আসলে এর কারণ মোটেই এই নয় যে বাল্বটির বিদ্যুৎ খরচ শূন্য। এর আসল কারণ হল পুরানো মিটারগুলি সঠিকভাবে বিদ্যুৎ খরচ পরিমাপ করতে অক্ষম।
advertisement
10/12
জিরো ওয়াটের বাল্ব নাম পরিচিত এই বাল্বটি এক ঘন্টায় ১৫Wh বা ০.০১৫ KWh বা ০.০১৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে।
advertisement
11/12
সারা রাত ধরে এটি চালু রাখতে কত বিদ্যুৎ খরচ হয়?যদি আপনি একটি শূন্য ওয়াটের বাল্ব সারা রাত, ১২ ঘণ্টা ধরে জ্বালিয়ে রাখেন, তাহলে এটি মোট ১৮০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে। তাই এই বাল্বটি কখনও লম্বা সময় জ্বালিয়ে রাখবেন না এই ভেবে যে এটি বিদ্যুৎ ব্যবহার করেই না।
advertisement
12/12
দাবিত্যাগ: প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। এটি লেখার জন্য আমরা সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'জিরো' ওয়াট বাল্বে কত 'বিদ্যুৎ' খরচ হয় জানেন...? চমকে দেবে উত্তর, গ্যারান্টি!