TRENDING:

Yoga: বিশ্ব যোগ দিবস পালন জেলায়! হাজির আট থেকে আশি

Last Updated:
যোগ চর্চার মধ্য দিয়ে শিশুরা যেমন শৃঙ্খলার পাঠ নিচ্ছে, তেমনি প্রাপ্তবয়স্করা খুঁজে পাচ্ছেন মন ও শরীরের ভারসাম্য।
advertisement
1/5
বিশ্ব যোগ দিবস পালন জেলায়! হাজির আট থেকে আশি
যোগে শান্তি, যোগে সুস্থতা! এখনকার ব্যস্ততম দিনে যে হারে টালমাটাল খাচ্ছে মন এবং শরীরের ভারসাম্য ,তাতে এই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। জলপাইগুড়িতে সকাল সকাল পালিত হল বিশ্ব যোগ দিবস । "এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ" থিমে সাড়া জাগাল রাজবাড়ি চত্বর।
advertisement
2/5
আজ, ২১শে জুন—সকালবেলা রাজবাড়ির পুকুরপাড়ে যেন এক অন্যরকম দৃশ্য। শিশুর কোলাহল, প্রাতঃস্মরণীয় প্রভাতে প্রকৃতির ছায়ায় চলল নিঃশব্দ মনন ও শারীরিক জাগরণ। ১১ম আন্তর্জাতিক যোগ দিবসে জলপাইগুড়িবাসী মেতেছিল বিশ্বযোগের সুরে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার জলপাইগুড়িতেও পালন করা হল আন্তর্জাতিক যোগ দিবস।
advertisement
3/5
এবারের থিম ছিল "এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ" (Yoga for Self and Society)—যা ব্যক্তি ও সমাজের শারীরিক-মানসিক সুস্থতার গুরুত্বকে সামনে আনে। এই বিশেষ দিনটির আয়োজনে ছিল প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, জলপাইগুড়ি শিল্পসমিতি পাড়া শাখা। সকাল থেকেই শুরু হয় যোগ অনুশীলন, প্রাণায়াম, এবং ধ্যান।
advertisement
4/5
এতে অংশ নেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুলপড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত। আয়োজকদের তরফে জানানো হয়েছে, “যোগ মানে শুধু শরীরচর্চা নয়, এটি আত্মার সঙ্গে সংযোগের পথ। আজকের সমাজে মানসিক চাপ ও উদ্বেগের মোকাবিলায় যোগ একমাত্র প্রকৃত সমাধান।”
advertisement
5/5
যোগ চর্চার মধ্য দিয়ে শিশুরা যেমন শৃঙ্খলার পাঠ নিচ্ছে, তেমনি প্রাপ্তবয়স্করা খুঁজে পাচ্ছেন মন ও শরীরের ভারসাম্য। রাজবাড়ির এই ছায়াঘেরা পুকুরপাড় যেন আজ সত্যিই এক “যোগময়” পরিবেশে পরিণত হয়েছিল। যোগ দিবসের এই বার্তা যেন রয়ে যায় সবার মনে—“শরীর সুস্থ থাকলেই সমাজ সুস্থ থাকবে, আর সমাজ সুস্থ থাকলেই যে হবে পৃথিবী সুস্থ”!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Yoga: বিশ্ব যোগ দিবস পালন জেলায়! হাজির আট থেকে আশি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল