Weekend Trip: বাংলায় প্যাংগং লেক রয়েছে জানতেন? প্রকৃতির উজাড় করা রূপ আপনার অপেক্ষায়, রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Weekend Trip: বাংলার খুব কম পরিচিত একটি পিকনিক স্পট। যেখানে গেলে আপনার মন ভাল হয়ে যেতে বাধ্য। অনেক পর্যটক এই জায়গাকে বাংলার প্যাংগং লেক বলেও ডাকেন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জায়গা রয়েছে হাতের কাছেই।
advertisement
1/5

*বাংলার খুব কম পরিচিত একটি পিকনিক স্পট। যেখানে গেলে আপনার মন ভাল হয়ে যেতে বাধ্য। অনেক পর্যটক এই জায়গাকে বাংলার প্যাংগং লেক বলেও ডাকেন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জায়গা রয়েছে হাতের কাছেই।
advertisement
2/5
*আসানসোলের সিদাবাড়ি। মাইথন জলাধরের অনতিদূরে অবস্থিত এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একদিকে মাইথন জলাধার। ছোট্ট একটা দ্বীপ। পাহাড়ে ঘেরা এলাকা। সবমিলিয়ে এখানে গেলে আপনার মন ভাল হয়ে যেতে বাধ্য।
advertisement
3/5
*কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে সিধাবাড়ি। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির হয়ে পৌঁছে যাওয়া যায় আদিবাসী অধ্যুষিত সিধাবাড়ি এলাকায়। যারা মাইথন বা গড়পঞ্চকোট ঘুরতে আসেন, তারা একটা দিন এখানে ভাল সময় কাটাতে পারবেন।
advertisement
4/5
*মাইথন বা কল্যাণেশ্বরী মন্দির বাস যোগাযোগ, সরাসরি পৌঁছে যেতে পারবেন। তবে সিধাবাড়ি যাওয়ার জন্য সরাসরি কোনও যোগাযোগ ব্যবস্থা নেই। এক্ষেত্রে নিজস্ব গাড়ি থাকলে সবচেয়ে ভাল। অথবা আপনাকে টোটো অথবা অটো রিজার্ভ করতে হবে।
advertisement
5/5
*এলাকায় এখনও পর্যন্ত রাত্রিবাসের সুযোগ নেই। মাইথন অথবা আসানসোলে আপনাকে রাত্রিবাস করতে হবে। এখানে গাড়ি নিয়ে গেলে আপনাকে ১০০ টাকা এন্ট্রি ফি দিতে হবে। বাংলার প্যাংগং লেকে মাত্র ৪০০ টাকার বিনিময়ে নৌকাবিহার করার সুযোগও পাবেন। তাই সময় নষ্ট না করে একদিন এখান থেকে ঘুরে আসুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বাংলায় প্যাংগং লেক রয়েছে জানতেন? প্রকৃতির উজাড় করা রূপ আপনার অপেক্ষায়, রইল ঠিকানা