Coconut Oil: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Coconut Oil: খুব সহজে ছোট্ট কয়েকটি হ্যাক মনে রাখলেই জমবে না নারকেল তেল৷ শীতকালেও কোনও ঝামেলা ছাড়াই দিব্যি ব্যবহার করা যাবে৷
advertisement
1/8

শুধুই চুল ভাল রাখতে নয়, নারকেল তেলের গুণাগুণ হাজার৷ ত্বকের একাধিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারকেল তেল৷ চুলে পুষ্টি জোগায়৷ শীতকালে রুক্ষ ত্বককে প্রাণবন্ত করে তুলতে পারে এই তেল৷
advertisement
2/8
কিন্তু মুশকিল হল শীতকালে নারকেল তেলের ব্যবহার করা৷ তাপমাত্রা একটু কমলেই জমে যায় নারকেল তেল৷ ফলে ব্যবহার করতে সমস্যা হয়৷ বোতলের বন্ধ মুখে আটকে থাকে তেল৷ বের করাই হয়ে ওঠা মহা ঝক্কির কাজ৷
advertisement
3/8
তবে এই চেনা সমস্যারও সহজ সমাধান রয়েছে৷ খুব সহজে ছোট্ট কয়েকটি হ্যাক মনে রাখলেই জমবে না নারকেল তেল৷ শীতকালেও কোনও ঝামেলা ছাড়াই দিব্যি ব্যবহার করা যাবে৷
advertisement
4/8
প্রথম উপায়- সবচেয়ে সহজ এবং বেশিরভাগ জনে এই উপায়েই শীতে ব্যবহার করেন নারকেল তেল৷ এই উপায়ে নারকেল তেলকে গরম জলের পাত্রে কিছুক্ষণ রেখে দিন৷ ৫ থেকে ৬ মিনিটেই তেল গলে যাবে৷
advertisement
5/8
দ্বিতীয় উপায়- নারকেল তেলকে ঠান্ডা জায়গায় রাখার বদলে রোদে রাখুন বা কিচেনের গ্যাসের পাশে রাখুন। গরম পরিবেশে থাকলে আপনা থেকেই জমবে না তেল৷ তরল অবস্থাতেই থাকবে৷
advertisement
6/8
তৃতীয় উপায়- এই উপায়ে শীতে কোনওভাবেই জমবে না নারকেল তেল৷ নারকেল তেলের সঙ্গে এমন কোনও তেল মিশিয়ে নিন যেটি সহজে জমে না৷ ভাল তেল মেশালে সাধারণ নারকেল তেলের গুণাগুণও বাড়বে, পাশাপাশি প্রচণ্ড ঠান্ডাতেও জমবে না তেল৷
advertisement
7/8
হাতের কাছে অন্য কোনও তেল না থাকলে এ কাজে সরষের তেলকেও ব্যবহার করতে পারেন৷ এছাড়া আমন্ড ওয়েল বা ওই অন্যান্য যেকোনও ভাল তেল মেশালেই চলবে৷
advertisement
8/8
চতুর্থ উপায়-যদি তেল খুব বেশি জমে যায়, তাহলে যেকোনও তেল একটু গরম করে নারকেল তেলের বোতলে সাবধানে ঢেলে দিন। এতে তেল দ্রুত গলে যাবে আর ব্যবহার করার মতো হয়ে যাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coconut Oil: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন