Healthy Lifestyle: হোটেল রুমে কিছু কাজ ভুলেও করবেন না, আগে দেখে নিন সব দিক, নইলে বিপদ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Health Care: স্বাস্থ্য পরিচর্যা: পাঁচতারা হোটেলে গেলেও টয়লেট ফ্লাশ করতে হবে কেন?
advertisement
1/7

কিছু বেড়াতে গেলে হোটেলে থাকার হয়৷ কিন্তু হোটেলের রুমে চেক ইন করে কিছু জিনিস একেবারে অতি অবশ্যই দেখে নেওয়া উচিত৷ নইলে হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যেতে পারে একটি হোটেল রুমে চেক ইন করলে দরজা, বিছানা, টয়লেট, পানীয়ের গ্লাস এবং ইমার্জেন্সি এক্সিট চেক করা উচিত।
advertisement
2/7
যখনই আমরা বেড়াতে যাই আমরা সাধারণত হোটেলেই থাকি। সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে হোটেলে পৌঁছলে অনেকেই যে কাজটি করেন তা হল নিজেদের প্রিয় ড্রিঙ্ক ও খাবারের অর্ডার দেওয়া এবং খাওয়া।
advertisement
3/7
যত বিলাসবহুল হোটেলেই থাকুন না কেন নিজের স্বাস্থ্যের জন্য কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। তাই প্রথমে হোটেল রুমের দরজা, বিছানা, টয়লেট, ড্রিংকিং গ্লাস, ইমার্জেন্সি এক্সিট চেক করা উচিত।
advertisement
4/7
হোটেলের রুমে প্রবেশের পর প্রথমে টয়লেট ফ্লাশ করতে হবে। একাধিক টয়লেটের ফ্লাশ সিস্টেমে দুটি আলাদা আলাদা ফ্লাশ বোতাম দেওয়া হয়৷ দুটি আলাদা ফ্লাশ বটন দুটি আলাদা মাপের জল ছাড়ে৷ ছোট বোতাম দিয়ে ফ্লাশ করলে কম জল বার হয়৷
advertisement
5/7
হোটেলের অতিথিদের জন্য কয়েকটি টিপস: হোটেলের ঘরে যে পানীয়ের গ্লাসটি রাখা থাকে তা গরম জল ও সাবান দিয়ে ধুয়ে নিন তারপর ব্যবহার করুন৷
advertisement
6/7
হোটেলে থাকা অতিথিদের জন্য হোটেল থেকে সফট ড্রিংক্স এবং মদ পাওয়া যায়। যে বোতলে ড্রিঙ্কস আসে তাতে অনেকেই অসভ্যতা করে৷ এমনকি ঢাকনা খুলে তাতে প্রস্রাব ভরে বন্ধ করে রাখে৷ তাই এটাও ভাল করে পরীক্ষা করুন। হোটেল রুমের দরজার তালাও চেক করুন। অন্য কোন চাবি যেন ঘরের দরজা খুলতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
advertisement
7/7
হোটেলের আরেকটি সাধারণ সমস্যা হল ছারপোকা। ঠিকমতো বিছানা পরীক্ষা না করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও, হোটেল রুমে চেক ইন করার সময় ফায়ার এক্সিটের খোঁজও নিয়ে রাখুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: হোটেল রুমে কিছু কাজ ভুলেও করবেন না, আগে দেখে নিন সব দিক, নইলে বিপদ