Why women get fat after marriage: 'বিয়ের জল' গায়ে পড়লেই কেন ওজন বাড়ে মেয়েদের? আসল কারণ জানুন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
ভালবাসার মানুষ কাছে থাকলে মন খুশি থাকে। তাতে আগের চেয়ে স্বাস্থ্যবান হয়ে পড়েন অনেক যুগল। তবে কথায় বলে, বিয়ের পর নাকি বাঙালি মেয়েরা মোটা হয়ে যান, এর পেছনে রয়েছে কি কোনও গভীর কারণ?
advertisement
1/6

ভালবাসার মানুষ কাছে থাকলে মন খুশি থাকে। তাতে আগের চেয়ে স্বাস্থ্যবান হয়ে পড়েন অনেক যুগল। তবে কথায় বলে, বিয়ের পর নাকি বাঙালি মেয়েরা মোটা হয়ে যান, এর পেছনে রয়েছে কি কোনও গভীর কারণ?
advertisement
2/6
বিয়ের পর নারী-পুরুষ উভয়েরই ওজন বাড়তে দেখা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ওজন বাড়ে বেশি। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে প্রায় আড়াই গুণ বেশি বাড়ে! একেই বলে বিয়ের জল গায়ে লাগা, বা ইংরেজিতে 'লাভ ওয়েট'।
advertisement
3/6
অনেকের ধারণা, বিয়ের পর নিয়মিত শারীরিক মিলনই এই ওজন বৃদ্ধির কারণ। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। চিকিৎসক শ্যাম মিথিয়া জানান, বিয়ের পর হ্যাপি হরমোন বা সেরোটোনিন বেশি নিঃসৃত হয়। এই হরমোনের ক্ষরণে জেল্লা আসতে পারে। তবে ওজন বাড়ার জন্য অন্য কিছু দায়ী।
advertisement
4/6
মানুষ ভালবাসা পেলে নিরাপদ বোধ করে। সুখী হয়। তখন তার খাবারের প্রতিও আকর্ষণ বাড়ে। বিশেষ করে মিষ্টি ও ভাজাভুজি এবং জাঙ্কফুড বেশি খাওয়া হয়। সিঙ্গল থাকার সময় মেয়েরা যতটা সতর্ক থাকেন, বিয়ের পর আর থাকেন না, তাই এমন হয় বলে জানান চিকিৎসক।
advertisement
5/6
স্বামী-স্ত্রী একসঙ্গে বেশি রেস্তোরাঁয় যান বিয়ের পর, তাতেও নিয়মিত বাইরের খাবার খেয়ে ওজন বাড়ে। বিয়ের পর ঘন ঘন পার্টি হলে বাড়িতেও কোল্ড ড্রিঙ্কস, মদ, মিষ্টি এবং স্ন্যাকস খাওয়ার পরিমাণ বাড়ে।
advertisement
6/6
বিয়ের পর সংসারের দায়িত্ব বাড়লে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বাড়ে এবং ঘুম কমে। অভ্যাস বদলে সামগ্রিক ভাবে ওজন বাড়ে। বাকিটা পারিবারিক ধাত। মায়ের ওজন বিয়ের পর বেড়ে থাকলে মেয়েরও বাড়ে এমনটাই দেখা গিয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Why women get fat after marriage: 'বিয়ের জল' গায়ে পড়লেই কেন ওজন বাড়ে মেয়েদের? আসল কারণ জানুন