Relationship Tips: সঙ্গমের সময়ে আলোতে অনীহা? কীভাবে রাজি করাবেন সঙ্গীকে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Relationship Tips: এমন অনেকেই আছেন যাঁরা সঙ্গমের সময়ে নিজেদের শারীরিক কাঠামো নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। আলো নিভিয়ে রাখতে পছন্দ করেন।
advertisement
1/5

নারী পুরুষ বৈবাহিক জীবন সুখের হয়ে ওঠে মানসিক ও শারীরিক মিলনে। সেক্ষেত্রে দু-পক্ষের সুস্থতা একটি বড় জায়গা রাখে। অনেক্ষত্রেই ছোট-বড় সমস্যাকে জড়িয়ে বাড়তে থাকে দূরত্ব। হয়তো সময় থাকতে যত্নবান হলে সেই সমস্যার সমাধান করে জীবনে ও যাপনে আনা যায় বৈচিত্র। রোম্যান্স ভরে যায় জীবন।
advertisement
2/5
এমন অনেকেই আছেন যাঁরা সঙ্গমের সময়ে নিজেদের শারীরিক কাঠামো নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। ফলে হয় তাঁরা সহজে নগ্ন হয়ে ধরা দিতে চান না অন্য পক্ষের বাহুবন্ধনে, নয় তো ঘরের আলো নিভিয়ে রাখতে পছন্দ করেন।
advertisement
3/5
গবেষণা বলছে, মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি৷ নিজেদের শারীরিক গঠন নিয়ে একটা হীনম্মন্যতা দেখা যায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সঙ্গীর সহযোগিতা একান্ত কাম্য। এবার প্রশ্ন হচ্ছে, এসবের পরেও সঙ্গিনীকে দেখতে ইচ্ছে করছে৷ সেক্ষেত্রে সঙ্গীর শারীরিক গড়নের ঘন ঘন প্রশংসা করতে হবে৷ একই কথা প্রযোজ্য পুরুষদের ক্ষেত্রেও৷
advertisement
4/5
অনেক গবেষণা এও বলছে উজ্জ্বল আলো অনেক সময়েই যৌন উদ্দীপনা বাড়ায়৷ উজ্জ্বল আলো তাদের সেই আগ্রহ বাড়িয়ে দিতে পারে৷ আলো পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়৷ এমনকি তাঁদের সন্তুষ্টিও বাড়ায়৷
advertisement
5/5
আবার এমনটাও হতেই পারে যে অন্ধকারে সঙ্গমে রত হওয়াটাই সঙ্গিনীর যৌন চাহিদার ধরন! সেক্ষেত্রে তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে৷