White Hair Colouring Tips: অল্প বয়সে চুল পেকে যাচ্ছে...! দামি হেয়ার কালার-কলপের দরকারই নেই! নারকেল তেলে এই পাতা মিশিয়ে মাখলেই কেল্লাফতে, চুল হবে ঘন কুচকুচে কালো
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
White Hair Colouring Tips: কম বয়সেই আজকাল চুল দাড়ি পেকে যেতে দেখা যায় অনেকেরই! বিষয়টা কিন্তু বেশ চিন্তার! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/5

বর্তমানে বয়সের প্রয়োজন হয় না। বয়সের আগেই অনেকের চুল দাড়ি পেকে যাওয়ার মত সমস্যা দেখতে পাওয়া যায়। মূলত অনিয়মিত খাওয়া দাওয়া এবং গ্যাস অম্বল এর জন্য অল্প বয়সেই চুল দাড়ি পেকে যাওয়ার মত সমস্যা থাকে।আর এই চুল রং করতে অনেক টাকা খরচ করতে হয়।তবে বাড়িতেই আপনি সহজে চুল রং করতে পারবেন কোনও টাকা খরচ করতে হবে না।আর এই বিষয়ে আমদের জানিয়েছেন বিশেষজ্ঞ রূপা দেবনাথ।
advertisement
2/5
চা তো রোজ সকাল সন্ধ্যেবেলা পান করে থাকেন। গরম চায়ে চুমুক দিতে বেশ ভালই লাগে প্রত্যেকের।তবে একদিন মাথায় লাগিয়ে দেখুন কাজ দেবে।জলের মধ্যে ২ চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিন।এবার সেটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন এবং ঠান্ডা হয়ে গেলে মাথায় লাগিয়ে নিন।মাথায় লাগিয়ে ১০ মিনিট একটু রোদে দাঁড়ান।দিয়ে ধুয়ে ফেলুন চুল কালো হতে বাধ্য।
advertisement
3/5
এর পাশাপাশি আমলকি ব্যবহার করতে পারেন।আমলকি ভিটামিন সি-তে সমৃদ্ধ।যা আপনার চুল কালো রাখে।তিন টেবিল চামচ আমলকি পাউডার, হেনা পাউডার এবং ১ টেবিল চামচ কফি পাউডার একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশনটি তৈরি হয়ে গেলে মাথার মধ্যে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।দেখবেন আপনার চুলও কালো হবে এবং সেটি অনেক দিন ধরে কালো থাকবে।
advertisement
4/5
শুধু তাই নয়, অল্প বয়সে চুল পাকা রোধ করতে দুই চামচ কফির সঙ্গে মধু মিশিয়ে বিশেষ প্যাক তৈরি করে নিতে পারেন। স্নানের আধঘণ্টা আগে এই প্যাক মেখে নিন।তার পর শ্যাম্পু করে ফেলুন।নিয়ম মেনে প্রতি সপ্তাহে এই প্যাক মাখলেই কাজ হতে বাধ্য।
advertisement
5/5
এছাড়াও কারি পাতা ও নারকেল তেল মিশিয়ে মিশ্রণ করে নিন- ২ চামচ নারকেল তেল একটি পাত্রে নিয়ে তা হালকা গরম করে নিন।গ্যাস বন্ধ করে তাতে দিন ১০ থেকে ১৫ টি কারিপাতা।তেলে এভাবে রেখে দিন ২০ মিনিট।একটু ঠান্ডা হলে তা চুলে ভাল করে লাগিয়ে নিন। রেখে দিন ৪৫ মিনিট থেকে ১ঘণ্টা। তার বেশি রাখতে পারলেও আরও ভাল।পরে ভাল করে শ্যাম্পু করে নিন।এটি প্রতি সপ্তাহে ২ বার করুন।দেখবেন মিলবে সমাধান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
White Hair Colouring Tips: অল্প বয়সে চুল পেকে যাচ্ছে...! দামি হেয়ার কালার-কলপের দরকারই নেই! নারকেল তেলে এই পাতা মিশিয়ে মাখলেই কেল্লাফতে, চুল হবে ঘন কুচকুচে কালো