স্নানের সময়ে শরীরের কোথায় প্রথমে জল ঢালেন? যা বলে দেয় আপনি মানুষটি কেমন...
Last Updated:
advertisement
1/8

আমাদের প্রতিটি গতিবিধিই আমাদের সম্পর্কে নানান তথ্য দিয়ে দেয় ৷ আপনি কী চিন্তাভাবনা করছেন, কোন মুডে রয়েছেন বা সর্বোপরি আপনি মানুষটি কোন প্রকৃতির, সবই আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মই বুঝিয়ে দেয় ৷ ধরুন, বসে থাকলে আপনি ঘনঘন পা নাড়ান ৷ এতে বোঝা যায় যে আপনার মধ্যে কোন অস্থিরতা কাজ করছে ৷ এমনই সব বিচার করে মনোবিদরা আপনার সম্পর্কে বিচার করার চেষ্টা করেন ৷ কখনও ভেবেছেন যে আপনি স্নানের সময়ে কোন অঙ্গকে বেশি গুরুত্ব দেন ? স্নানের শুরুতেই শরীরের কোন অংশ আপনি জল ঢালেন বা সাবান ব্যবহার করেন ? তার থেকেও বোঝা যায় যে আপনি মানুষটি কেমন? Photo Collected
advertisement
2/8
মুখ-স্নানের শুরুতেই যদি মুখ ধুতে থাকেন তাহলে আপনি অন্যদের নিয়ে বেশি ভাবনা চিন্তা করেন ৷ অন্যদের নিয়ে বেশি ভাবনার ফলে আপনি খুবই তাড়াতাড়ি বিরক্তিবোধ করেন ৷ দুশ্চিনাতায় ভোগেন ৷ অন্যদের সমালোচনাও গ্রহণ করতে পারেন না ৷ Photo Collected
advertisement
3/8
বগল-যদি আপনি বাহুসংযোগে গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে বেশ জনপ্রিয় ৷ অন্যদের সমস্যায় আপনি সর্বদা তাদের পাশে দাঁড়ান ৷ নরম মনের মানুষ আপনি ৷ শরীরের এই অংশে গুরুত্ব দেওয়ার মানে হল আপনি সবার মাথার উপর ছাতার মত থাকতে পছন্দ করেন ৷ Photo Collected
advertisement
4/8
বুক-স্নানের সময় আগে বুকে জল ঢালার মানে হল আপনি নিজেকে নিয়ে বেশ সন্তুষ্ট ৷ আপনি খুবই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন ৷ আর আপনি খুবই স্বাধীনচেতা ৷ Photo Collected
advertisement
5/8
যৌনাঙ্গ- এটা ভাবার কোন কারণই নেই যে শরীরের এই অংশ স্নানের সময় আগে স্পর্ষ করার মানে আপনি যৌন পিপাসু মোটেই নয় ৷ এর মানে যা মনোবিদরা জানাচ্ছেন যে আপনি অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ ৷ নিজের মত প্রকাশে সমস্যা রয়েছে আপনার ৷ তাই নিজের পছন্দ-অপছন্দ নিয়ে বেশি কথা বলতে পারেন না ৷ আপনার সংস্পর্ষে এসে অন্যরা খুবই আনন্দবোধ করেন ৷ Photo Collected
advertisement
6/8
পা-পায়ে জল প্রথমে জল ঢালা মানেই আপনি খুবই সাধারণ জীবন যাপনে বিশ্বাসী ৷ মাটির কাছাকাছি থাকতেই আপনি পছন্দ করেন ৷ Photo Collected
advertisement
7/8
পিঠ-পিঠ মানেই মেরুদন্ড ৷ তাই স্নানের সময় এই অংশে প্রথম জল ঢালার অর্থ হল আপনি সজাগ থাকেন সবসময় ৷ অন্যকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে পছন্দ করেন না ৷ Photo Collected
advertisement
8/8
চুল বা মাথা- সাধারণত বেশি মানুষই স্নানের শুরুতে প্রথমে মাথায় জল দিয়ে থাকেন ৷ অনেকে প্রথমে চুল ভিজিয়ে নেন বা ধুয়ে ফেলেন ৷ এরা মূলত সৃঙ্খলাপরায়ণ হন ৷ নিয়ম মেনে চলতেই পছন্দ করেন ৷ নিজেদের মতাদর্শে গুরুত্ব দেন ৷ সময় মেনে কাজ করতেই পছন্দ করে এমন মানুষ ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্নানের সময়ে শরীরের কোথায় প্রথমে জল ঢালেন? যা বলে দেয় আপনি মানুষটি কেমন...