Nail Shape Personality: নখ দিয়ে যায় চেনা! হাতের নখেই ফাঁস আপনার রহস্য, জানলে চমকে যাবেন!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nail Shape Personality: কারও নখের সামনের অংশ গোল, কারও আবার ছুঁচলো, কারও উল্লম্বভাবে লম্বা নখ, আরও চওড়া। কয়েক জন বিশেষজ্ঞের মতে, প্রতি ধরনের নখের সঙ্গে যুক্ত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য। আপনি কেমন, তা বলে দেবে আপনার নখই।
advertisement
1/13

নখের আকার একেক জনের একেক রকম হতে পারে। কারও নখের সামনের অংশ গোল, কারও আবার ছুঁচলো, কারও উল্লম্বভাবে লম্বা নখ, আরও চওড়া। কয়েক জন বিশেষজ্ঞের মতে, প্রতি ধরনের নখের সঙ্গে যুক্ত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য। আপনি কেমন, তা বলে দেবে আপনার নখই।
advertisement
2/13
লম্বা নখ- আপনার যদি সরু এবং লম্বা নখ থাকে, তাহলে আপনার নখের আকৃতি উল্লম্বভাবে লম্বা। সেক্ষেত্রে আপনি সৃজনশীল, কল্পনাপ্রবণ, শান্ত, স্বাধীন এবং বাস্তববাদী। আপনার ডান মস্তিষ্ক আপনার বাঁদিকের মস্তিষ্কের চেয়ে বেশি বিকশিত। সমস্যা দেখা দিলে যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে সক্ষম। সমাধানের ক্ষেত্রেও যুক্তি এবং সৃজনশীলতার সাহায্য নেন।
advertisement
3/13
সাধারণত আপনি শান্ত স্বভাবের, কিন্তু মাঝে মাঝে কোনও পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে পড়েন। যার ফলে নিজেকে নিজের মধ্যে সম্পূর্ণ গুটিয়ে ফেলেন বা মেজাজ হারিয়ে ফেলেন। আপনার চারপাশে যা ঘটে, তার দ্বারা সহজেই প্রভাবিত হন।
advertisement
4/13
নিজের কাজের ক্ষেত্রে আপনি গর্বিত। নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করার চেষ্টা করেন। ছোট থেকে ছোট বিষয়ে মন দেওয়ার চেষ্টা করেন। নতুন ধারণা এবং সমাধান নিয়ে আসতে সক্ষম। শিল্পচর্চা বা লেখালেখির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে পারেন। আপনি নম্র এবং মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন।
advertisement
5/13
চওড়া নখ- খোলা মনের মানুষ। নিজের অনুভূতি অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করতে সক্ষম। নির্ভর করা যায়। ভিড়ের বিপরীতে গিয়ে নিজের মনের কথা বলতে ভয় পান না। আপনার মতামতের সঙ্গে না মিললেও অন্যের মতামত শুনতে চান। আপনি সুবক্তা। উল্টোদিকের মানুষটিকে সহজে মনের কথা বলতে প্রভাবিত করতে পারেন।
advertisement
6/13
মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে বেশি সময় লাগে না। কাউকে কথা দিলে সেটা রাখতে পারেন। দরকারে তার জন্য বাড়তি খাটতে হলেও আপনার তাতে অসুবিধা নেই। মাঝে মাঝে আপনাকে খুব অভিব্যক্তিপূর্ণ বা খুব আবেগপ্রবণ হতে দেখা যায়। সেটা সবসময়ে নেতিবাচক আকার নেয় না। কখনও ভাল ফল পাওয়া যায়।
advertisement
7/13
আপনার দায়িত্ববোধ প্রখর। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তীব্র। কোনও বিশেষ কাজে সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। আপনার কাছে যা আছে, তা দিয়েই সময়ের মধ্যে কাজ সেরে ফেলার প্রবণতা দেখা যায়।
advertisement
8/13
গোলাকৃতি নখ- আপনি শান্ত স্বভাবের মানুষ। সহজে উদ্বিগ্ন হন না। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন। আপনি অনুসন্ধিৎসু। সবসময় নতুন তথ্য খুঁজছেন। প্রশ্নে ভরপুর মন। অত্যন্ত আশাবাদী।
advertisement
9/13
হেরে যেতে যেতেও দুর্দান্ত ভাবে ফিরে আসতে পারেন। কঠিন সময়ে এগিয়ে যাওয়ার জন্য পথ খুঁজে বার করতে পারেন। উদার এবং যত্নশীল। আপনি নিজের প্রয়োজনের আগে অন্যের চাহিদাকে গুরুত্ব দিতে পারেন। আপনি রোমান্টিক এবং আবেগপ্রবণ।
advertisement
10/13
সবসময় অন্যদের জন্য নিজের ভালবাসা উপলব্ধি প্রকাশ করার রাস্তা খোঁজেন। আপনি ভাল শ্রোতা এবং পরামর্শদাতা। দ্বন্দ্ব মেটাতে সক্ষম আপনি। প্রয়োজনে বাঁকাপথে গিয়ে সমস্যা মেটাতেও রাজি আপনি।
advertisement
11/13
বর্গাকার নখ- আপনি স্বাধীনচেতা। অন্যরা আপনাকে নির্দেশ দিলে একদম পছন্দ করেন না। নিজের সমস্যা নিজেই মেটান। ঝুঁকি নিতে ভয় পান না। অ্যাডভেঞ্চারের প্রতি আপনার আকর্ষণ উল্লেখযোগ্য। একইসঙ্গে আপনি খুব বিশ্বস্ত। সবসময় বন্ধু এবং পরিবারের জন্য হাজির। বন্ধুরা সহজেই আপনার উপর ভরসা রাখতে পারেন।
advertisement
12/13
কর্মক্ষেত্রে আপনি প্রায়শই উচ্চাকাঙ্ক্ষী। কঠোর পরিশ্রমী। লক্ষ্য অর্জনের জন্য বাড়তি খাটতে রাজি। অন্ধকার থেকে নিজেকে বার করে আনতে সক্ষম। আপনার এই দক্ষতা অন্যদের উদ্বুদ্ধ করে। আপনার মনে যা আছে, তা বলে দিতে পারেন। তা যদি উল্টোদিকের মানুষ শুনতে না-ও চায়।
advertisement
13/13
আপনি বেশ জেদি। সহজে আপনাকে প্রভাবিত করা যায় না। এই বৈশিষ্ট্যকে ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে। এই বৈশিষ্ট্যর জেরে আপনি নিজের বিশ্বাসের প্রতি অনঢ় থাকতে পারেন। আবার কখনও কখনও এই বৈশিষ্ট্যের কারণে আপনার সঙ্গে কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্রে অন্যের ভুল ধরে সরাসরি সেটা নিয়ে কথা বলতে পারেন। এর জন্য কখনও কখনও স্বভাবে কর্কশ ভাব ফুটে ওঠে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nail Shape Personality: নখ দিয়ে যায় চেনা! হাতের নখেই ফাঁস আপনার রহস্য, জানলে চমকে যাবেন!