TRENDING:

West Bardhaman Toursim: ঘন জঙ্গল, গা ছমছমে পরিবেশ, নাম শুনলেই কাঁটা দিত গায়ে! সেখানেই এখন কাতারে কাতারে পর্যটকদের ভিড়! কীভাবে বদলাল গড়জঙ্গল? জানুন

Last Updated:
বছর দশেক আগেও তা ছিল গভীর গড় জঙ্গলে মধ্যে থাকা এক ছোট্ট মন্দির। যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পেতেন।
advertisement
1/6
ঘন জঙ্গল, গা ছমছমে পরিবেশ, নাম শুনলেই কাঁটা দিত গায়ে! সেখানেই এখন উপচে পড়ছে পর্যটকদের ভিড়
দুর্গাপুরের কাঁকসার গড় জঙ্গলে ঐতিহ্যবাহী শ্যামরুপা মন্দিরে সপ্তমী থেকেই ভক্তদের ঢল নামতে শুরু করেছে। ঘিঞ্জি শহরের বেড়াজাল ডিঙিয়ে গভীর ঘন জঙ্গলে মাঝে গা ছমছমে পরিবেশে হাজার বছরের প্রাচীন ওই দুর্গাপুজো। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা ওই পুজোর আনন্দ উপভোগ করছেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
2/6
ওই গভীর জঙ্গলে তন্ত্রসাধনা করতেন এক তান্ত্রিক। এক বালককে মা দুর্গার কাছে উৎসর্গ করতে নিয়ে যাচ্ছিলেন তিনি। বাধা দেন কবি জয়দেব। সেই তান্ত্রিককে নিরস্ত করতে ভক্ত জয়দেবের আহ্বানে মা দুর্গা কৃষ্ণরূপে দেখা দেন। সেই থেকে কবি মায়ের নামকরণ করেন শ্যামরূপা। রাজা লক্ষ্মণ সেন এখানে প্রথম মা দুর্গার পুজো শুরু করেন। পরবর্তীতে সামন্ত রাজা ইছাই ঘোষই মায়ের আরাধনা করতেন।
advertisement
3/6
প্রাচীন পুজোকে কেন্দ্র করে প্রতিবছর অষ্টমীতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। চলে হাজার হাজার মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো। পুজোকে কেন্দ্র করে জঙ্গলের মাঝেই বসে মেলা।
advertisement
4/6
দক্ষিণবঙ্গের ইতিহাসের সঙ্গে ব্যাপক ভাবে জড়িয়ে রয়েছে এই শ্যামরূপা মন্দির। কিন্তু বছর দশেক আগেও তা ছিল গভীর গড় জঙ্গলে মধ্যে থাকা এক ছোট্ট মন্দির। যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পেতেন। রাস্তাঘাট তো দূরের কথা, আলো, জলের ব্যবস্থাটুকু ছিল না। সেই জঙ্গলে ঘেরা নির্জন মন্দির চত্বরই এখন সর্বক্ষণ গমগম করছে। শ্যামরূপা মন্দির সত্যিই যেন প্রকৃতির সিদ্ধপীঠ হয়ে উঠেছে।
advertisement
5/6
দুর্গাপুরের মুচিপাড়া-জয়দেব মূল রাস্তা থেকে গভীর জঙ্গলে ছ'কিলোমিটারের ভেতরে এই মন্দির। চলতি বছরে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্যোগে বিভিন্ন দফতরের অনুমোদন মেলায় তৈরি হয়েছে রাস্তা। জঙ্গলের ভেতর দিয়ে দু’টি রাস্তা তৈরি হয়েছে, মূল রাস্তা থেকে একটি রাস্তা এসেছে শ্যামরূপা মন্দিরে, অন্য রাস্তাটি গিয়েছে মন্দির থেকে দেউল পর্যন্ত।
advertisement
6/6
মন্দিরের সেবায়েত সন্তোষ রায় বলেন, আগে মন্দিরে আসার রাস্তাটি ছিল লাল মোরামের। ফলে লাল ধূলো ও কাদায় মানুষের যাতায়াতে ব্যপক সমস্যা হত। পেভার ব্লকের রাস্তা হওয়ায় ভক্তের ঢল এই বছর আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
West Bardhaman Toursim: ঘন জঙ্গল, গা ছমছমে পরিবেশ, নাম শুনলেই কাঁটা দিত গায়ে! সেখানেই এখন কাতারে কাতারে পর্যটকদের ভিড়! কীভাবে বদলাল গড়জঙ্গল? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল