Weight Loss Diet Chart: প্রতিদিন কিলো কিলো ওজন ঝরবে! আপনার দরকার সঠিক ডায়েট চার্ট! কী খাবেন, কী খাবেন না? বলে দিচ্ছেন বিশেষজ্ঞ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Weight Loss Diet Chart: এই ডায়েট চার্ট মেনে খাবার খান! কয়েক দিনেই ঝরঝরিয়ে কমবে ওজন! জানুন
advertisement
1/6

রোগা
advertisement
2/6
চিকেন: ওয়ার্কআউটের আগে বা পরে শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রোটিন। এই প্রোটিনের চাহিদা সবচেয়ে ভাল মেটাতে পারে চিকেন। তাই ওজনের খেয়ার রাখতে ডায়েটে চিকেন রাখতেই হবে।
advertisement
3/6
ডার্ক চকোলেট : রোগা হতে গেলে চটজলদি স্ন্যাকস হিসেবে ম্যাজিকের মতো কাজ করে ডার্ক চকোলেট। খাওয়ার পর মিষ্টি খেতে চাইলেও ১০-২০ টুকরো ডার্ক চকোলেট খেয়ে নিতে পারেন।
advertisement
4/6
ডাল: পুষ্টিবিদ মঞ্জু ছেত্রী জানান,
advertisement
5/6
শশা: লো-ক্যালরি সবজি হিসেবে শশার নাম আসে সবার প্রথমে। তার উপর শশা জলে পরিপূর্ণ। ফলে শরীর হাইড্রেটেড রাখতেও উপকারী শশা। ভাত, রটি, স্যান্ডউইচ যে কোনও কিছু সঙ্গেই খাওয়া যায়।
advertisement
6/6
ওটস: দামও কম, বানানোও সোজা। অথচ পুষ্টিগুণে ভরপুর। এক বাটি ওটসে রয়েছে চার গ্রাম ফাইবার ও পাঁচ গ্রাম প্রোটিন। প্রতিদিন ব্রেকফাস্টে ওটস খেলে ওজন নিয়ে মাথা ঘামাতেই হবে না। ওট ব্রেডও খেতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Diet Chart: প্রতিদিন কিলো কিলো ওজন ঝরবে! আপনার দরকার সঠিক ডায়েট চার্ট! কী খাবেন, কী খাবেন না? বলে দিচ্ছেন বিশেষজ্ঞ