Rufous-Necked Hornbill in West Bengal: বিরল লাল ঘাড়ের ধনেশপাখির দেখা মিলল বাংলার পাহাড়ে! উচ্ছ্বসিত পক্ষীপ্রেমীরা! কোথায়? জানুন বিশদে
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Rufous-Necked Hornbill in West Bengal:তাই পর্যটকদের উদ্দেশ্যে বনদফতরের বার্তা ,আমরা চাই না ঝান্ডি লাটপাঞ্চারের মতো ভিড়ের জায়গা হোক। এখানে পাখিদের শান্তিতে বাঁচতে দিন। তবে পর্যটকরা এলে তাদের স্বাগত জানাবে ঝান্ডি। পাখিদের বিরক্ত না করে উপভোগ করুন পাখিদের স্বর্গরাজ্যের অনুভূতি।সবুজ পাহাড়, মেঘের খেলা আর রঙিন পাখিদের সুর... সব মিলিয়ে ঝান্ডি পক্ষীদের নিরাপদ আশ্রয়ের সুন্দর উদাহরণ!
advertisement
1/5

পাখিদের জন্য নীরব স্বর্গ হয়ে উঠছে কালিম্পংয়ের ঝান্ডি! “কনজারভেশন বাই আইসোলেশন”— অর্থাৎ সংরক্ষণের সেরা উপায় হল প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দেওয়া। সেই দর্শনেই যেন এগিয়ে চলেছে কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম ঝান্ডি ।
advertisement
2/5
তিন বছর আগে যে লালঘাড় ধনেশ(রুফাস নেকড হর্ণবিল) এর আবির্ভাব ঘিরে লাটপাঞ্চার হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্র, আজ সেই বিপন্নপ্রায় শ্রেণিভুক্ত পাখি নতুন আশ্রয় খুঁজে পেয়েছে ঝান্ডির অরণ্যে। বনদফতর এখনই এদের সঠিক সংখ্যা জানাতে নারাজ ।কারণ, বাড়তি কৌতূহলই পাখিদের জন্য হতে পারে বিপদের কারণ।
advertisement
3/5
কালিম্পং বন বিভাগের ডিএফও চিত্রক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, “ঝান্ডির পক্ষীকূলের বাণিজ্যিকীকরণ আমরা একেবারেই চাই না। পাখিদের স্বাভাবিক জীবনযাপন নষ্ট করে এমন পর্যটন চলবে না।” লাটপাঞ্চারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বনকর্তারা এবার অনেক বেশি সতর্ক।
advertisement
4/5
এই মুহূর্তে ঝান্ডির অরণ্যে রয়েছে ১৫০-রও বেশি প্রজাতির পাখি— রুফাস নেকড হর্নবিল ছাড়াও স্কারলেট ফিঞ্চ, স্যাফায়ার ফ্লাই ক্যাচার, হিমালয়ান কিউটিয়া, রেড হেডেড ট্রোগন প্রভৃতি। প্রকৃত অর্থে এটি এখন এক ‘বার্ড প্যারাডাইস’।
advertisement
5/5
তাই পর্যটকদের উদ্দেশ্যে বনদফতরের বার্তা ,আমরা চাই না ঝান্ডি লাটপাঞ্চারের মতো ভিড়ের জায়গা হোক। এখানে পাখিদের শান্তিতে বাঁচতে দিন। তবে পর্যটকরা এলে তাদের স্বাগত জানাবে ঝান্ডি। পাখিদের বিরক্ত না করে উপভোগ করুন পাখিদের স্বর্গরাজ্যের অনুভূতি।সবুজ পাহাড়, মেঘের খেলা আর রঙিন পাখিদের সুর... সব মিলিয়ে ঝান্ডি পক্ষীদের নিরাপদ আশ্রয়ের সুন্দর উদাহরণ!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rufous-Necked Hornbill in West Bengal: বিরল লাল ঘাড়ের ধনেশপাখির দেখা মিলল বাংলার পাহাড়ে! উচ্ছ্বসিত পক্ষীপ্রেমীরা! কোথায়? জানুন বিশদে